Indian state: ভারতবর্ষের কোন রাজ্য কিসের জন্য বিখ্যাত; দেখে নিন এক নজরে

Indian state: আমাদের দেশ ভারতবর্ষ (India) এমন একটি দেশ যে দেশে সব কিছুরই বৈচিত্র্য রয়েছে। এক সময় দেশটি সম্পদের ভান্ডার হিসেবে গণ্য হতো। ঠিক এই কারণেই ব্রিটিশ (British) থেকে পর্তুগিজরা (Portuguese) কয়েক শতাব্দি ধরে আধিপত্য ও লুণ্ঠন চালিয়েছে। যাইহোক আজকের প্রতিবেদনে সেসব আলোচনা না করে, জেনে নেব ভারতবর্ষের কোন রাজ্যটি কিসের জন্য বিখ্যাত। 

□ কৃষিজ সম্পদ হিসেবে:

Image

১) জম্মু কাশ্মীর: আপেলের জন্য বিখ্যাত
২) কেরালা: রাবারের জন্য বিখ্যাত
৩) অন্ধ্রপ্রদেশ: তামাকের জন্য বিখ্যাত
৪) তামিলনাড়ু: নারকেলের জন্য বিখ্যাত
৫) গুজরাট: তুলার জন্য বিখ্যাত

৬) পশ্চিমবঙ্গ: পাটের জন্য বিখ্যাত
৭) উত্তর প্রদেশ: আখের জন্য বিখ্যাত
৮) মধ্যপ্রদেশ: তৈল বীজের জন্য বিখ্যাত
৯) উত্তর প্রদেশ: খাদ্যশস্যের জন্য বিখ্যাত
১০) রাজস্থান: সরিষার জন্য বিখ্যাত

১১) মধ্যপ্রদেশ: ডালের জন্য বিখ্যাত
১২) আসাম: চায়ের জন্য বিখ্যাত
১৩) মধ্যপ্রদেশ: ভুট্টার জন্য বিখ্যাত
১৪) গুজরাট: আলুর জন্য বিখ্যাত
১৫) উত্তর প্রদেশ: গমের জন্য বিখ্যাত
১৬) পশ্চিমবঙ্গ: ধানের জন্য বিখ্যাত

□ প্রাণিজ সম্পদ হিসাব:

Image

১৭) গুজরাট: সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত
১৮) মধ্যপ্রদেশ: মহিষের জন্য বিখ্যাত
১৯) উত্তর প্রদেশ: দুধের জন্য বিখ্যাত
২০) রাজস্থান: ছাগল ও ভেড়ার জন্য বিখ্যাত

□ খনিজ সম্পদ হিসাব:

Image

২১) ওড়িশা: বক্সাইটের জন্য বিখ্যাত
২২) রাজস্থান: জিপসাম এর জন্য বিখ্যাত
২৩) ছত্রিশগড়: কয়লার জন্য বিখ্যাত
২৪) বিহার: অভ্রর জন্য বিখ্যাত
২৫) ঝাড়খন্ড: ইউরেনিয়ামের জন্য বিখ্যাত

২৬) কর্ণাটক: চুনা পাথরের জন্য বিখ্যাত
২৭) ঝাড়খন্ড: তামার জন্য বিখ্যাত
২৮) কর্ণাটক: ম্যাঙ্গানিজের জন্য
২৯) গোয়া: লোহার জন্য বিখ্যাত
৩০) কর্ণাটক: সানোর জন্য বিখ্যাত