GK : কোন জিনিসটি ভারত ও পাকিস্তান উভয় দেশের একই?

ভারত ও পাকিস্তানের কোন জাতীয় জিনিসটি একই?

General Knowledge Quiz : আপনি যদি সরকারি চাকরি বা যে কোন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন একটি বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নাই, তাই নিয়মিত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদী (Brahmaputra) ভারতের প্রবেশ করেছে কি নামে?
উত্তরঃ ডিহং নামে ব্রহ্মপুত্র নদী ভারতের প্রবেশ করেছে।

২) প্রশ্নঃ ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি?
উত্তরঃ জামনগর (Jamnagar)।

৩) প্রশ্নঃ সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
উত্তরঃ লিথিয়াম (Lithium) হল সর্বাপেক্ষা হালকা ধাতু।

৪) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
উত্তরঃ কারাকোরাম পর্বত অবস্থিত সিয়াচেন (Siachen) ভারতের দীর্ঘতম হিমবাহ।

৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের টিটাগর কোন শিল্পের জন্য বিখ্যাত?
উত্তরঃ কাগজ শিল্পের জন্য বিখ্যাত টিটাগর (Titagar)।

Image

৬) প্রশ্নঃ কোন বায়ু ‘বাণিজ্য বায়ু’ (Trade Wind) নামে পরিচিত?
উত্তরঃ আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়।

৭) প্রশ্নঃ কত ডিগ্রী দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) হিসেবে ধরা হয়?
উত্তরঃ ১৮০ ডিগ্রি।

৮) প্রশ্নঃ সংবিধানের ব্যাখ্যা করার চূড়ান্ত কর্তৃত্ব কার আছে?
উত্তরঃ সুপ্রিম কোর্টের (Supreme Court)।

৯) প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ (Battle of Buxar) সংঘটিত হয়। এই যুদ্ধ বাংলার নবাব মীর কাসিম, নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল শাসক দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনী এবং ব্রিটিশদের মধ্যে হয়েছিল।

Image

১০) প্রশ্নঃ কোন জিনিসটি ভারত ও পাকিস্তান (India and Pakistan) উভয় দেশের একই? 
উত্তরঃ ভারত ও পাকিস্তানের উভয় দেশের জাতীয় ফল (আম)।