ইন্টারভিউ প্রশ্ন: ছেলেদের কোন জিনিসটি মেয়েরা মুখে নিলে সবচেয়ে বেশি খুশি হয়?

Interview questions: সোশ্যাল মিডিয়ায় আজকাল নানান ধরনের পোস্ট হয়। এর মধ্যে কিছু প্রশ্ন এমন থাকে যে গুলির উত্তর দিতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হন আবার কেউ কেউ শুনে রেগে লাল হোন। তবে প্রতিটা ছাত্রছাত্রীর চাকরি পরীক্ষায় প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলির সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন।

তবে অনেক সময় ইন্টারভিউ চলাকালীন প্রার্থীদের প্রেজেন্ট অফ মাইন্স পরীক্ষা করার জন্য কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যাতে তারা সহজেই বিভ্রান্ত হন বা অস্বস্তিতে পড়েন। এমনকি আপনিও শুনে রেগে যেতে পারেন। বিগত কয়েক বছরে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল, এবার তা উত্তর সহ দেখে নেয়া যাক।

১) প্রশ্ন: ভারতের কোন রাজ্যের জনসংখ্যার জনঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর: বিহার।

২) প্রশ্ন: ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: কৈলাস পর্বত।

৩) প্রশ্ন: ভারতের জাতীয় গাছ কোনটি?
উত্তর: বটগাছ।

৪) প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়?
উত্তর: হিমাচল প্রদেশ।

৫) প্রশ্ন: ভারতের জাতীয় খেলা কি?
উত্তর: হকি (কিন্তু ভারতবর্ষে ক্রিকেটই বেশি জনপ্রিয়)।

Image

৬) প্রশ্ন: টেলিফোন কে আবিষ্কার করেন?
উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল।

৭) প্রশ্ন: পাটনার পুরোনো নাম কি ছিল?
উত্তর: পাটলিপুত্র।

৮) প্রশ্ন: ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নাম কি?
উত্তর: প্রতিভা পাটিল (বর্তমানে দ্রৌপদী মুর্মু)

৯) প্রশ্ন: ‘কপিশ্বর’ কোন ভগবানের আরেক নাম?
উত্তর: হনুমান জির আরেক নাম কপিশ্বর।

১০) প্রশ্ন: রামমোহন রায়ের জন্মস্থান কোথায়?
উত্তর: বর্ধমান জেলার রাধানগরে।

১১) প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রধান মেলার নাম কী?
উত্তর: গঙ্গাসাগর মেলা।

Image

১২) প্রশ্ন: ভারতের উত্তর-পূর্ব রাজ্য নাগাল্যান্ডের রাজধানীর নাম কি?
উত্তর: কোহিমা।

১৩) প্রশ্ন: ভারতের সবচেয়ে তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি?
উত্তর: গুজরাট।

১৪) প্রশ্ন: IBM এর পূর্ণরূপ কী?
উত্তর: ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machines)।

১৫) প্রশ্ন: ছেলেদের কোন জিনিসটি মেয়েরা মুখে নিলে সবচেয়ে বেশি খুশি হয়?
উত্তর: আপনার নাম (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্যই মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেয়া হয়েছিল)।