জানেন মুকেশ আম্বানির রাঁধুনীর বেতন কত, শুনলে আপনিও অবাক হয়ে যাবেন

Mukesh Ambani’s Chef: ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি এবং তার পরিবার সর্বদা খবরের শিরোনামে থাকেন। তার মুম্বাইয়ের বিখ্যাত বাড়ি অ্যান্টিলিয়ায় প্রায় ৬০০ জন কর্মীর কাজ করেন এবং তাদের সম্পূর্ণ খেয়াল রাখেন মুকেশ আম্বানি। জানাযায়, প্রতিটি শ্রেণীর বিভাগে কর্মীদের বেতন লক্ষাধিক এবং এর পাশাপাশি তারা আরও অনেক সুবিধা পেয়ে থাকেন।

বলা হয়ে থাকে, যারা খুবই ভাগ্যবান হন কেবল তারাই আম্বানি পরিবারে কাজ করার জন্য সুযোগ পান। আম্বানি পরিবারে লোকেরা কেবল নিজদের পরিবারের সদস্যদেরই নয়, তাদের বাড়িতে কাজ করা কর্মচারীদেরও বিশেষ যত্ন নেয়। সেই জন্য আম্বানি পরিবারে চাকরি পেলে জীবন যে বদলে যাবে তা বললে ভুল হবে না।

Image

এর আগে আপনি নিশ্চয় শুনেছেন আম্বানি পরিবারের গাড়ি চালক বা নীতা আম্বানির মেকআপ আর্টিস্টের বেতন লক্ষাধিক। তবে এই প্রতিবেদনে জানানো হয়েছে আম্বানি পরিবারের রাঁধুনীদের বেতন কত। জেনে অবাক হবেন, তাদের এক বছরের বেতন একজন সাধারন মানুষের পক্ষে সারা জীবনের আয়ের থেকেও অনেক বেশি।

তথ্য অনুযায়ী, মুকেশ আম্বানির রাঁধুনীর বেতন প্রতি মাসে ২ লাখ টাকা। যদি ভেবে থাকেন মুকেশ আম্বানির রাঁধুনী খুব স্পেশাল খাবার তৈরি করেন এ জন্য এত টাকা পান, তবে তা মোটেও নয়। মুকেশ আম্বানি একজন নিরামিষভোজী এবং তিনি সাধারণ খাবার খেতে পছন্দ করেন। তবে শুধু রাঁধুনী নন, অ্যান্টিলিয়াতে কর্মরত প্রতিটি কর্মচারীরই বেতন প্রায় একই।

Image

মুকেশ আম্বানি তার কর্মীদের বেতনের পাশাপাশি বীমা এবং শিক্ষা ভাতা দেন। এমনকি আম্বানি পরিবারের কিছু কর্মীর সন্তান আমেরিকায় পড়াশোনা করে। তবে মুকেশ আম্বানির রাঁধুনী বা ড্রাইভার হওয়া অত সহজ নয়। এজন্য তাদের অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এরপর বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তারা আম্বানির পরিবারের কর্মী হিসেবে যোগ দেয়।