সিলিন্ডারে এই ধরনের নম্বর লেখার অর্থ কি জানেন? দুর্ঘটনা এড়াতে আগে থেকে সচেতন হন

আজকাল প্রতিটি বাড়িতে রান্নার জন্য এলপিজি গ্যাস ব্যবহার করা হয়। তবে এই গ্যাস ব্যবহারে অনেক সতর্কবাণী থাকে, যার মধ্যে অধিকাংশ মানুষই জানেন না। কখনো কখনো অসাবধানতার কারণে বড়সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি কি জানেন জ্বালানির জন্য যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয় সেই সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকে।

জানিয়ে রাখি, সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকে, কিন্তু গ্যাসের না। তবে সিলিন্ডারের ডেট পেরিয়ে গেলে লিকেজ বা অন্যান্য দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ে। তাই আগে থেকেই সচেতন হন।

Image

প্রত্যেক সিলিন্ডারে দেখবেন কিছু নম্বর লেখা থাকে। এগুলো সাধারণত A/B/C/D থাকে। এর সাথে থাকে দুটি করে নম্বর। এখানে A বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ মাসকে বোঝায়। একইভাবে B – এপ্রিল, মে , জুন ; C – জুলাই, আগস্ট, সেপ্টেম্বরকে বোঝায় এবং D বলতে অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর-কে বোঝায়। বাকি দুই নম্বর সালকে বোঝায়।

উদাহরণস্বরূপ ওপরের ছবিটা দেখুন। এখানে B. 13 লেখা আছে। অর্থাৎ এই সিলিন্ডারের এক্সপায়ার ডেট ২০১৩ সালের জুন মাসে শেষ হয়েছে। এরপর থেকে যখন কোনো নতুন সিলিন্ডার নেবেন আগে এরকমই এক্সপায়ার ডেটটা দেখে নেবেন।