নিজের হাতে ছবি তুলে অনেকেই পোস্ট করেন, কিন্তু জানেন ‘সেলফি’ কথাটির বাংলা কী?

Bengali Meaning of Selfie: ক্যামেরায় ছবি তোলার রীতি বহু প্রাচীন। কিন্তু বর্তমানে যুগে সেই প্রবণতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এখন প্রত্যেকের হাতেই স্মার্টফোন, তাই প্রতিনিয়ত লক্ষ লক্ষ ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা হয়। তবে নিজের হাতে তোলা ছবি ‘সেলফি’ নামে পরিচিত। কিন্তু কখনো ভেবেছেন ‘সেলফি’কে বাংলায় কী বলে? এবার জেনে নেওয়া যাক…

প্রতিবছর ২১শে জানুয়ারি দিনটিকে ‘সেলফি’ দিবস হিসেবেও পালন করা হয়। তবে অনেক বিতর্ক থাকলেও বলা হয় যে পৃথিবীর প্রথম সেলফি উঠে ছিল ১৮৩৯ সালে। ক্যামেরা সেট করে দৌড়ে গিয়ে ফ্রেমের সামনে ছবি তুলেছিলেন রবার্ট কর্নেলিয়াস। এমনকি ১৯৬৬ সালে মহাকাশে নিজের ছবি তুলেছিলেন বাজ অ্যালড্রিনো, যা মহাকাশের প্রথম সেলফি।

Image

তবে ‘সেলফি’ শব্দটা প্রথম ব্যবহৃত হয়, ২০০২ সালে। এক অস্ট্রেলিয়ান যুবক তার জন্মদিনে নেশাগ্রস্ত অবস্থায় নিজের ছবি তুলে ওয়েবসাইটে পোস্ট করেন। ক্যাপশনে তিনিই প্রথম ‘Selfie’ শব্দটা ব্যবহার করেন। এরপর ধীরে ধীরে ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়ার প্রসার যত বেড়েছে, ততো সেলফি শব্দটাও তত গুনে বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, ‘সেলফ’ থেকেই এসেছে ‘সেলফি’ শব্দটি। তবে আমরা অনেকেই জানিনা যে সেলফি শব্দটিরও একটি বাংলা রয়েছে। সেলফি’র বাংলায় অর্থ হল ‘নিজস্বী’। নিজস্ব (Self) থেকে নিজস্বী (Selfie) শব্দের উৎপত্তি হয়েছে। কিন্তু সেলফি শব্দটা এত বেশি ব্যবহার হয় যে, তা অবলীলায় ঢুকে পড়েছে বাংলার অভিধানে।

Image

২০১২ সালে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ‘সেলফি’ শব্দটি বছরের সবচেয়ে সেরা ১০টি শব্দের মধ্যে অন্যতম শব্দ হিসেবে বিবেচিত হয়েছিল। এরপর স্মার্টফোনের কল্যাণে বিগত কয়েক বছরে সেলফি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। তবে দুঃখের বিষয়, সেলফির প্রতি আসক্ত হয়ে এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।