মহেন্দ্র সিং ধোনির সাথে অন্যান্য ভারতীয় অধিনায়কদের পার্থক্যটা কোথায়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। কারো কারো মতে, অধিনায়কত্বের চাপ আর এদিকে হারের যন্ত্রণা দুটোই ক্রমাগত ভোগাচ্ছে কোহলিকে। সম্ভবত এর প্রভাব পড়েছে তার ব্যাটিংয়ে, গত দেড় বছরেরও বেশি সময় ধরে তার ব্যাট থেকে একটিও সেঞ্চুরি আসেনি। 

Image

আজকের আলোচ্য বিষয় অনুযায়ী, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অনেক দুর্দান্ত অধিনায়ক এসেছেন, তবে মহেন্দ্র সিং ধোনি সবার ‘সেরা’ একথা বলতেই হয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি সবগুলিই ধোনির নেতৃত্বে জয়লাভ করে ভারতীয় দল। দুর্ভাগ্যবশত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পরাজিত হয়েছিল। 

Maybe Marvel or Warner Bros should pick this up': MS Dhoni's wittiest quotes

ধোনির নেতৃত্বে মোট ৪টি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে ভারতীয় দল, যার মধ্যে ৩ বার চ্যাম্পিয়ন হয়। আর অন্যান্য ভারতীয় অধিনায়কদের নেতৃত্বে মোট ৬ বার ফাইনালে উঠলেও কেবল একবারই চ্যাম্পিয়ন হয়েছিল, তাও প্রায় ৪ দশক আগে কপিল দেবের নেতৃত্বে (১৯৮৩ বিশ্বকাপ)। 

Sourav Ganguly didn't step back even in face of fiercest opposition: Sunil  Gavaskar | Cricket News – India TV

প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় দল ৩ বার ফাইনালে উঠলেও প্রতিবারই নিরাশ হতে হয়। ২ বার হার ও ১ বার অমীমাংসিত। এদিকে কোহলির নেতৃত্বে প্রথমবার ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়। তবে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই খরা কাটানোর সুযোগ থাকলেও তা হাতছাড়া করল বিরাটের দল।

Indian captain Virat Kohli defends team combination after WTC final defeat-  The New Indian Express

জানিয়ে রাখি, ২০০৭-র পর মাত্র ৬ বছরের ব্যবধানে ভারতীয় দলকে ৩ বার চ্যাম্পিয়ন করেন মহেন্দ্র সিং ধোনি। শেষবার ভারতীয় দল তারই নেতৃত্বে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়লাভ করেছিল। এরপর বেশ কয়েকবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠলেও প্রতিবারই নিরাশ হয়েছে টিম ইন্ডিয়া।