GK : পশ্চিমবঙ্গেই রয়েছে দেশের সেরা ‘পর্যটন গ্রাম’, জানেন কোনটি?

জানেন দেশের সেরা পর্যটন গ্রামটি রয়েছে আমাদের রাজ্যেই?

General Knowledge Quiz : আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এসএসসি, ব্যাংকিং অথবা রেলওয়ে ইত্যাদি গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ শহীদ চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য (Shaheed Chandrasekhar Azad Bird Sanctuary) কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তর প্রদেশের উন্নাও জেলায় চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য অবস্থিত।

২) প্রশ্নঃ মৌর্যদের পরে দক্ষিণ ভারতে সবচেয়ে প্রভাবশালী রাজ্য কাদের ছিল?
উত্তরঃ সাতবাহন রাজাদের।

৩) প্রশ্নঃ পরিবেশের প্রতিরক্ষামূলক ঢাল কাকে বলে?
উত্তরঃ ওজোন স্তরকে (The ozone layer) পরিবেশের প্রতিরক্ষামূলক ঢাল বলে।

৪) প্রশ্নঃ কোন ভিটামিন আমাদের শরীরে সবচেয়ে দ্রুত উৎপন্ন হয়?
উত্তরঃ ভিটামিন ডি।

৫) প্রশ্নঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ভারত সরকার।

৬) প্রশ্নঃ পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
উত্তরঃ পলাশীর যুদ্ধের সময় (১৭৫৭ সাল), সিরাজ-উদ-দৌলা (Siraj-ud-daulah) বাংলার নবাব ছিলেন।

৭) প্রশ্নঃ শ্রীলঙ্কার বিমান বাহিনী কি নামে পরিচিত?
উত্তরঃ শ্রীলঙ্কার বিমান বাহিনী এয়ার লঙ্কা (Air Lanka) নামে পরিচিত।

৮) প্রশ্নঃ ভারত ছাড়াও, কোন দেশগুলি ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে?
উত্তরঃ ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া, বাহরাইন এবং কঙ্গোতে ১৫ আগস্ট পালিত হয়।

৯) প্রশ্নঃ পৃথিবীর আয়তনে ভারতের আয়তন কত?
উত্তরঃ ভারতের আয়তন বিশ্বের আয়তনের ২.৪২%।

Image

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন গ্রামটি দেশের সেরা ‘পর্যটন গ্রাম’ হিসেবে মর্যাদা পেল?
উত্তরঃ মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী (Kiriteswari) গ্রামকে দেশের মধ্যে সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।