সঠিক নিয়ম মেনে কালো সুতো বাঁধলে ভাগ্যের অভাবনীয় দিকগুলি খুলে যায়

অনেককেই হাতে, পায়ে, গোড়ালিতে কিংবা গলায় কালো সুতো পরতে দেখা যায়। তবে এই সুতো যেকোনো ধর্মের মানুষ বাঁধতে পারেন। শাস্ত্র মতে, কালো সুতোকে সৌভাগ্যের প্রতীক চিহ্ন হিসেবে ভাবা হয়। আবার অনেকেই মনে করেন কালো রং অমঙ্গল ডেকে আনে। এই জন্য কালো ছাড়া যে কোন রং শুভ অনুষ্ঠানে ব্যবহার করা হয়। কিন্তু তা সত্ত্বেও কেনো কালো রঙের সুতো শুভ?

আসলে পারিপার্শ্বিক যত রকমের নেগেটিভ শক্তি রয়েছে তাদের হাত থেকে আমাদের রক্ষা করে এই কালো রঙের সুতো। শাস্ত্র মতে, শনিদেবের সাথে কালো রঙের সম্পর্কিত রয়েছে বলে জানা যায়। শনিদেব যদি সন্তুষ্ট থাকেন তাহলে আমাদের জীবনে নানান দুর্ঘটনার হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। তাই কালো সুতোকে অনেকেই শুভ বলে মনে করেন। 

কালো সুতো বাঁধার সঠিক নিয়ম কানুন –

• কালো সুতো বাঁধা সময় অবশ্যই শুভ লক্ষণ দেখে বাঁধা উচিত। তাই পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে এই সুতো পরা উচিত, তাহলে ভালো ফল পাওয়া যায়। 

• এই সুতো পরার আগে বজরংবলী (হনুমানজী) ও শনিদেবের চরণ ছুঁয়ে ধারণ করা উচিত।

• এই সুতো যদি গলায় পরতে হয় তাহলে হনুমানজীকে অর্পণ করেই ধারণ করতে হবে।

• যদি কালো সুতো পায়ের গোড়ালি মধ্যে পড়তে হয় তাহলে অবশ্যই ৯টি গিঁট দিতে হবে।

• যারা অন্যান্য রঙের সুতো পরে আছেন তাদের ক্ষেত্রে কালো সুতো বাঁধা একেবারে উপযুক্ত নয়।

• তবে অবশ্যই শনিদেবের গতিবিধি বিচার করার পরেই কালো সুতো ধারণ করা উচিত। না হলে হিতে বিপরীত হতে পারে।