আজ জন্মাষ্টমী, এই দিনে যে ১০টি কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়

আজ জন্মাষ্টমী, শুধু ভারতেই নয় বিশ্বের নানা অংশে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মোৎসব। মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে জন্মাষ্টমী পালন করা হবে। তবে এই বিশেষ দিনটিতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে হলে এমন কয়েকটি কাজ করা অবশ্যই উচিত।

☞ এবার জেনে নেওয়া যাক:-

১) রাত বারোটায় নারের পায়েসে শ্রীকৃষ্ণের স্বরূপের জন্ম করান। কেননা এই পায়েসেকে দেবকীর গর্ভে প্রতীক বলে মানা হয়।

২) শ্রীকৃষ্ণের জন্মের পর তার অভিষেক করুন। এর ফলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। তবে অভিষেক করতে দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল — এই পাঁচটি জিনিস লাগে।

৩) অভিষেকের পর ছোট্ট গোপালকে বস্ত্র ও মুকুট পরান এবং সাজানো দোলনায় বসিয়ে রাখুন।

৪) এই বিশেষ দিনে যে কোন ধর্ম স্থানে গিয়ে ফল ও অন্ন দান করুন।

৫) জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে ময়ূরপঙ্খী ও পুজোর বাঁশি অর্পণ করুন।

৬) ছোট্ট গোপালকে মাখন ও মিশ্রীর ভোগ দিন ও কৃষ্ণের পুজোতে তুলসীর ব্যবহার করুন।

৭) শিশু থেকে ৫ বছরের যেকোনও বাচ্চাকে নিজের হাতে করে মাখন খাওয়ান।

৮) এদিন গরু-বাছুররের প্রতিমা বাড়িতে এনে তার ভক্তিভরে পূজা করুন।

৯) কৃষ্ণ গোয়ালা ছিলেন, তাই গরুকে চারা খাওয়ান। যারা গরুর পূজা করেন তাদের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন।

১০) এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র ও হলুদ চন্দন লাগান। এর পাশাপাশি হরসিঙ্গার, পারিজাত বা শেফালি ফুল পুজোতে অর্পণ করুন।