ইউটিউবে বিরক্তিকর Ads দেখে ক্লান্ত! জেনে নিন এর সমাধানের একমাত্র উপায়

ভিডিওর সেরা প্লাটফর্ম ইউটিউব। তাই আমরা ইউটিউবে বিনোদন, খবর, রেসিপি, বিভিন্ন ধরনের ট্রিকস এছাড়া নানান ধরনের ভিডিও দেখে থাকি। কিন্তু যখনই সাবস্ক্রিপশন ছাড়া কোন ভিডিও চালু করি সাথেসাথে এক বা একাধিক Ads এর মুখোমুখি হতে হয়। কিন্তু জানেন কি এই বিরক্তিকর Ads থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় রয়েছে।

How to Skip Back and Forward 10 Seconds in YouTube and Other Apps

☞ কিভাবে ইউটিউব এর বিরক্তিকর Ads থেকে মুক্তি পাবেন, ধাপে ধাপে জেনে নিন। তবে এটি কেবল ল্যাপটপের ক্ষেত্রেই প্রযোজ্য। মোবাইলের ক্ষেত্রে (অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেম) এই সুবিধা নেই। 

১) প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ক্রোম ব্রাউজার থেকে সেটিং অপশনে (থ্রি ডট) যেতে হবে।

২) সেটিং অপশনে যাওয়ার পর More Tools নামক অপশনে ক্লিক করলেই বিভিন্ন অপশন এর মধ্যে Extensions-কে বেছে নিতে হবে। 

15 Best Ad Blockers That Remove Ads & Protect Your Privacy @ MyThemeShop

৩) Extensions এ আসার পর সার্চ অপশনে AdBlock — best ad blocker লিখে সার্চ করুন।

৪) যদি সার্চ অপশনে কোন কিছু না পাওয়া যায়, তাহলে গুগল থেকেও আপনি সরাসরি AdBlock — best ad blocker Extensions লিখে ডাউনলোড করে নিন। 

৫) ডাউনলোড করার পর অবশ্যই আপনাকে ক্লিক করে অন করে নিতে হবে। এরপর ইউটিউবে আর কখনোই বিরক্তিকর Ads গুলো আসবেনা। (প্রমাণিত)।

তাই বিরক্তকর Ads গুলো থেকে মুক্তি পেতে AdBlock — best ad blocker Extensions আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ বিনামূল্যে।