অতিরিক্ত হ্যান্ডসাম হওয়ার কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন এই যুবক

লোকে বলে সুন্দর মুখের জয় সব সময়! কিন্তু অতিরিক্ত সুন্দর হলে যে সমস্যা সেটা বোধহয় প্রথম জানলেন ওমর। যার পুরো নাম ওমর বোরকান আল গালা। একটি অনুষ্ঠানে যোগ দিতে ওমর তার বন্ধুদের সাথে সৌদি আরব গিয়েছিলেন এবং সেখানেই বাঁধে ঝামেলা। 

Somewhere between desert sands... — Omar Borkan Al Gala

ওই অনুষ্ঠানে হাজির হওয়ার সকল নারীদের নজর কেবল তার ওপরেই ছিল। অতিরিক্ত সৌন্দর্যের কারণে ওই অনুষ্ঠানে থেকে ওমরকে বিতাড়িত করা হয়। একইসঙ্গে সৌদি আরব থেকে বহিস্কৃতও করা হয়েছিল। তাহলে কি ছেলেদের বেশি সুন্দর হওয়া অপরাধ? বিশেষ করে সৌদি আরবের মতো দেশে।

Omar Borkan Al Gala | At Mexico City | @haidemours | Flickr

২০১৩ সালে সৌদি আরবের একটি ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্ধুর সাথে উপস্থিত হন ওমর। আর ওই উৎসব কমিটির সদস্যরা ওমর এবং বন্ধুদেরকে অনুষ্ঠান প্রাঙ্গণ ছাড়তে বাধ্য করেন। তারা যে যুক্তিটি দেখিয়েছিল তিনি বড্ড বেশি সুপুরুষ। ওমরের মত হ্যান্ডসাম ওই অনুষ্ঠানে থাকলে সমস্ত নারীদের নজর তার উপরে পড়ত।  

World's Top 10 Most Handsome Men 2021 - Glitzyworld

এমনকি দুবাইয়ের রাস্তায় বের হওয়াও তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তিনি প্রকাশ্যে এলে নাকি নারীদের গাড়ি চালানোর মনোযোগ সরে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যেতে। আর শোনা যায় যে তার নাকি নারী ভক্তের সংখ্যা অগনিত। যারা তাকে ভালবাসেন ও তাকে বিয়ের করার স্বপ্ন দেখে যেতেন।  

Omar borqan al gala discovered by shaziyah on We Heart It

এরপর তিনি কয়েক জন নারীকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন। আর এই বিষয়টি সৌদি সরকারকে আরো বেশি দুশ্চিন্তায় ফেলে দেয়। তাই বাধ্য হয়ে তাকে দেশান্তর করা হয় বলে সৌদি কর্তৃপক্ষের দাবি।

Perfect 10 Face: Omar Borkan Al Gala |

স্বদেশ থেকে বিতাড়িত হওয়ার পর কানাডায় বসবাস করা শুরু করেন। তিনি তার পছন্দের পেশা মডেলিং, ফটোগ্রাফি ও অভিনয় চালিয়ে যাচ্ছেন আর এইভাবেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি একজন জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন ওমর বোরকান আল গালা।