ভারতের এই গ্রামে গত ৫০ বছর ধরে কারো বিয়ে হয়নি কারণটা খুবই অদ্ভুত

যে কারণে এই গ্রামটি হয়ে উঠল ব্যাচেলরদের গ্রাম

Village of Bachelors: আমাদের দেশে প্রতিনিয়তই অনেক অদ্ভুত ঘটনা ঘটছে। কখনও কখনও আমরা তাদের কথা শুনে অবাক হই আবার কখনও কখনও তাদের জন্য খারাপও লাগে। আসলে এই প্রতিবেদনে এমনই একটি গ্রামের কথা বলা হয়েছে যেটি ব্যাচেলরদের গ্রাম নামে পরিচিত।

ভারতের এই অনন্য গ্রামটি বিহারের কাইমুর জেলায় অবস্থিত। এই গ্রামের নাম বারোয়ান কালান (Barwan Kalan)। এখন নিশ্চয়ই ভাবছেন এমন কী হল যে এই গ্রামটিকে ‘ব্যাচেলরদের গ্রাম’ বলা শুরু হল।

Image

আসলে এই গ্রামে অনেক ব্যাচেলর ছেলে আছে কিন্তু তারা বিয়ের জন্য কোন মেয়ে খুঁজে পাচ্ছে না। মজার ব্যাপার হলো এর জন্য সরকার ছাড়া অন্য কেউ দায়ী নয়। এই গ্রামে এমন অনেক পুরুষ আছেন যারা বিবাহিত নন। যার মধ্যে রয়েছে যুবক থেকে বৃদ্ধ।

কথিত আছে এই গ্রামে গত ৫০ বছরে কেউ বিয়ে করেনি। আসলে এই গ্রামে বিয়ে না হওয়ার কারণ সরকারি অবহেলা। এই গ্রামে বিদ্যুৎ, জল, রাস্তার মতো কোনো মৌলিক সুবিধা নেই। এমনকি যোগাযোগের অন্যান্য মাধ্যমও এখানে পাওয়া যায় না। আপনার মোবাইলও এই গ্রামে অকেজো হয়ে যাবে কারণ এখানে নেটওয়ার্ক নেই।

Image

এ গ্রামের মানুষ নিজেরাই রাস্তা তৈরি করে সরকারি কর্মকর্তাদের কাছে কয়েকবার সাহায্য চেয়েছেন। কিন্তু তাদের সাহায্য করার মত কেউই নেই। কয়েক বছর আগে গ্রামবাসীরা নিজেরাই পাহাড় কেটে একটি কাঁচা রাস্তা তৈরি করেছিল, যার সাহায্যে এখন গ্রামে যেতে শুরু করেছে যানবাহন।

Image

এমন পরিস্থিতিতে এই শতাব্দীতেও এই গ্রামটি বেশ পিছিয়ে। এই কারণেই এই গ্রামে কেউ তাদের মেয়ের বিয়ে দিতে চায় না। এখানকার যুবকরা গ্রামে থাকতে চায় না। এখন দেখার বিষয় এই গ্রামের মানুষদের আর কতদিন ব্যাচেলর হয়ে জীবন কাটাতে হবে।