বিশ্বের দীর্ঘতম রেলযাত্রা: এই ট্রেনটি ৮৭টি শহর ও ১৬টি নদী পেরিয়ে ৭ দিনে তার যাত্রা শেষ করে

জানেন বিশ্বের দীর্ঘতম ট্রেন কোনটি?

World’s Longest Rail Journey: বর্তমানে, বিদেশ যাত্রা হোক বা দীর্ঘগামী পথ অতিক্রম করতে মানুষ আকাশ পথকেই বেছে নেয়। কিন্তু এমনও কিছু ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন যারা ট্রেনে ভ্রমণ করতেই ভালোবাসেন। এমনকি সেই ট্রেন যাত্রা কয়েক দিন হলেও তারা এতটুকু বিরক্ত হন না, বরং তাদের ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

Image

ভারতবর্ষেও বেশ কিছু ট্রেন রয়েছে যে একটানা কয়েকদিন পর্যন্ত চলে। কিন্তু আপনি কি জানেন বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা কোনটি? কতদিনে তার গন্তব্যে পৌঁছায়? ট্রেনটি কোথা থেকে কোথায় যায় এবং এই সময় কয়টি শহরের মধ্যে দিয়ে যায়? এই প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে।

ভারতীয় রেল পথকে ভ্রমণের সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক বলে মনে করা হয়। কিন্তু এই প্রতিবেদনে এমনই একটি ট্রেনের কথা বলা হয়েছে, যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ দূরত্ব পথ অতিক্রম করে। এই রুটে চলাচলকারী ট্রেনটি নাম ট্রান্স সাইবেরিয়ান (Trans-Siberian)। মস্কো (Moscow) থেকে পিয়ংইয়ং (Pyongyang) পর্যন্ত চলাচল করে, আর এটিকে বিশ্বের দীর্ঘতম রেলযাত্রা করে তুলেছে।

A brown man in Russia: Lessons learned on a Trans-Siberian rail journey -  Russia Beyond

ট্রান্স সাইবেরিয়ান ট্রেনটি রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহর পর্যন্ত ১০,২১৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই রেলওয়ে ১৯১৬ সালে শুরু হয়েছিল। আপনি যদি মনে করেন এত দীর্ঘপথ অতিক্রম করা খুবই বিরক্তিকর হবে, তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে, প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্যের মাঝে এটি বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা

Image

রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহর পর্যন্ত ১০,২১৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পুরো ৭ দিন ২০ ঘন্টা এবং ২৫ মিনিট লাগে। এই সময় ট্রেনটি ৮৭টি শহরের মধ্যে দিয়ে যায়। এছাড়াও ১৬টি বড় বড় নদী পারাপার করে। এই রুটে চলাচলকারী ট্রেনটি পাহাড় ও জঙ্গলের মধ্য দিয়ে যায়।