অজিত আগরকারের এই রেকর্ডটি আজও অক্ষত রয়েছে, কোনো ব্যাটসম্যানই ভাঙতে পারেননি!

জানেন ODI খেলায় কোন রেকর্ডটি আজও অক্ষত রয়েছে অজিত আগরকারের নামে

Ajit Agarkar: সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে বিসিসিআই (BCCI) অজিত আগারকারকে নিয়োগ করেছে। তিনি তার বোলিংয়ের জন্যই সর্বাধিক পরিচিত। তিনি একজন অলরাউন্ডারও কারণ তিনি প্রয়োজনের সময় ব্যাট হাতেও বিশেষভাবে কার্যকর। তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এমন একটি রেকর্ড করেছেন, যা আজও অক্ষত রয়েছে।

যদি টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ডের কথা বলি তাহলে যুবরাজ সিংহ ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। এই রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে আজও কোনো ব্যাটসম্যানের পক্ষে ভাঙ্গা সম্ভব হয়নি। ঠিক এমনি এক রেকর্ড রয়েছে অজিত আগারকারের নামে, যিনি ওয়ানডে খেলায় করেছিলেন।

আগারকার ২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন, যা হলো ভারতীয় ক্রিকেটের ওডিআইতে দ্রুততম হাফসেঞ্চুরি (Fastest ODI Half-Century)। আসলে এই ম্যাচে ভারতীয় দল ১১৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে। এই সময় ৮ নম্বরে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব চালিয়েছিলেন অজিত আগারকার।

জিম্বাবুয়ের বোলারদের ছারখার করে আগারকার মাত্র ২৫ বলে ৬৭ রানের একটি অপরাজিত ইনিংস খেলেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ৭টি চার ও ৪টি বিশাল ছক্কা। এমনকি ওই ম্যাচে তিনটি উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে তিনি ম্যাচের সেরা পুরস্কার পান।

এছাড়া লর্ডসের মাটিতেও টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে তার, এমনকি এই রেকর্ড সচিন টেন্ডুলকারের নামেও নেই। আগরকারের ক্রিকেট ক্যারিয়ারের কথা বললে, তিনি ২৬ টেস্টে ৫৮ উইকেট, ১৯১ ওডিআইতে ২৮৮ উইকেট আর ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩টি উইকেট নিয়েছেন। আগারকার তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।