প্রতিবছর ৭ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই জীবটি, অথচ তার আয়ুকাল মাত্র ২৪ ঘন্টার!

Kills 7 lakh people: আকার আয়তনে অতি ক্ষুদ্র ও নগন্য হয়েও প্রতি বছর সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নেয় এই জীব। অথচ তার জীবনকাল মাত্র ২৪ ঘণ্টার। কিন্ত তারা যে প্রান নিতে পারে তা কজন আন্দাজ করতে পারেন। একটি রিপোর্টের তথ্যানুযায়ী, সারা পৃথিবীতে প্রায় দেড় লক্ষ মানুষ সাপের কামড়ে প্রান হারান। তবে এর থেকেও অনেক বেশি মানুষ প্রান হারান এই জীবের কামড়ে।

এছাড়াও বলা হয়েছে, প্রতি বছর প্রায় ৬০ হাজার মানুষ কুকুরের কামড়ে প্রাণ হারান এবং তা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে কুকুরের কামড়ের কারনে মৃত্যুর থেকেও এই জীবের কামড়ে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। এটির সাধারণত ৩০০০ প্রজাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার মধ্যে কিছু সংখ্যক নাম আমরা জানি।

এই প্রতিবেদনে মশার (mosquitoes) কথা বলা হয়েছে। এই পতঙ্গটি লক্ষ লক্ষ মানুষের প্রাণ নেয়। যদি এই প্রাণীটিকে ক্ষুদ্র বলে অবহেলা করেন, তাহলে আপনি মূর্খের সাগরে বসবাস করছেন। জানা গেছে, মশার কামড়ে প্রতিবছর ৭ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারায়। অন্য কোনও হিংস্র প্রাণীর কারণে এত বেশি মানুষের মৃত্যু হয়না।

আসলে মশার এক এক প্রজাতির কামড়ে এক এক রকম রোগ হয়। যেমন স্ত্রী অ্যানোফিলিস মশা থেকে ম্যালেরিয়া, এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস মশার থেকে চিকুনগুনিয়া রোগ প্রভৃতি। মশা মানুষের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে।

এই রক্তচোষা পতঙ্গটি তাদের সাথে করে কয়েকটি প্রাণঘাতী রোগ বহন করে। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার কারণে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। মশা নিয়ে বিভিন্ন সময়ে নানান সতর্কবার্তা দেওয়া হলেও তা অনেকেই এড়িয়ে যান এবং প্রাণঘাতী রোগের কবলে পড়ে।