একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক ‘গোল্ডেন ডাক’ হয়েছেন এই ৫ ক্রিকেটার, তালিকায় এক ভারতীয়

কোন ব্যাটসম্যানের কাছে ‘গোল্ডেন ডাক’ হওয়া সত্যি লজ্জাজনক। কেউই চান না এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি অর্জন করতে। প্রথম বলে আউট হয়ে ফিরে যাওয়াটা ব্যাটসম্যানের কাছে হতাশাজনক। আজকের প্রতিবেদনে এমন পাঁচ ক্রিকেটারের কথা বলা হয়েছে, যারা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক বার ‘গোল্ডেন ডাক’ হয়েছেন। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) মঈন খান: ১১ বার

A scrappy keeper | Cricket | ESPNcricinfo.com

পাকিস্তানি দলের বিখ্যাত উইকেটরক্ষক মঈন খান এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তার দীর্ঘ ১৪ বছর ক্রিকেট ক্যারিয়ারে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি জরিত। ২০০০ সালে এশিয়া কাপে তার নেতৃত্বে পাকিস্তানি দল শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এই মিডল অর্ডার ব্যাটসম্যান মোট ১১ বার ‘গোল্ডেন ডাক’ হয়েছেন।

৪) মুথাইয়া মুরলীধরন: ১১ বার

Why a biopic on cricketer Muralitharan has become controversial in Tamil  Nadu

মুথাইয়া মুরলীধরনকে বোলিং বিভাগে ‘শচীন টেন্ডুলকার’ বলা হয়। কেননা তিনি ওয়ানডে (৩৫০) ও টেস্টে (৮০০) — উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি বোলিংয়ে যতটা শক্তিশালী, ব্যাটিংয়ে ততটাই দুর্বল। বরাবরই শেষ খেলোয়াড় হিসেবে ব্যাট হাতে নেমে মোট ১১ বার ‘গোল্ডেন ডাক’ হয়েছেন। 

৩) জাভাগাল শ্রীনাথ: ১১ বার

Mysore Express turns 51: Looking back at Javagal Srinath's illustrious  international career | Cricket News

ভারতবর্ষের সর্বোচ্চ দ্রুতগতির বোলার জাভাগাল শ্রীনাথও এই তালিকায় রয়েছেন। একসময় তিনি ঘণ্টায় ১৫০ কিমি বেগে বোলিং করতেন। ২০০৩ বিশ্বকাপে ভারতীয় দলকে ফাইনালে তোলার পিছনে যথেষ্ট অবদান রাখেন। তবে তার ক্যারিয়ারে ব্যাট হাতে তিনি মোট ১১ বার ‘গোল্ডেন ডাক’ হয়েছেন।

 

২) শাহিদ আফ্রিদি: ১২ বার

If you really thought Pakistan could beat India, you are Shahid Afridi -  Sport - DAWN.COM

পাকিস্তানের বিধ্বংসী ব্যাটসম্যান শাহিদ আফ্রিদি তার প্রথম সেঞ্চুরিটা আসে মাত্র ৩৭ বলে। আর এই দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি প্রায় দুই দশক সময় ধরে অক্ষত ছিল। তার আক্রমনাত্মক ব্যাটিং স্টাইল বিপক্ষ দলের কাছে এক চিন্তার বিষয় ছিল। তবে এই দুর্দান্ত ক্রিকেটার তার একদিনের আন্তর্জাতিকে মোট ১২ বার ‘গোল্ডেন ডাক’ হয়ে এক লজ্জার রেকর্ড গড়েছেন।

১) লাসিথ মালিঙ্গা: ১৩ বার

Cricket World Cup 2019: Lasith Malinga leads Sri Lanka to shock win over  England | Stuff.co.nz

সব শ্রেণীর ক্রিকেট মিলিয়ে মোট ৫ বার হ্যাটট্রিক নেওয়া বিশ্বের একমাত্র বোলার লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার এই ফাস্ট বোলারের দুর্দান্ত রিভার্স সুইং চোখে পড়ার মতো ছিল। এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ ১৩ বার ‘গোল্ডেন ডাক’ হওয়ার রেকর্ড তার নামেই রয়েছে।