আইপিএলে সর্বাধিক স্ট্রাইক রেট রয়েছে এই ৫ ওপেনিং ব্যাটসম্যানের

যুগের সাথে তাল মিলিয়ে ক্রিকেটে বহু পরিবর্তন এসেছে। সীমিত ওভারের ক্রিকেটে ওপেন করতে নেমে ব্যাটসম্যানরা বিধ্বংসী ইনিংস খেলে দলকে ভালো স্কোরের দিকে পৌঁছে দিতে চান। সেই জন্যই দলের অধিনায়ক একজন বিস্ফোরক ব্যাটসম্যানকে দিয়ে ওপেন করতে চান।

আজকের প্রতিবেদনের রয়েছে, আইপিএলে ওপেন করতে নেমে সর্বাধিক স্ট্রাইক রেট রয়েছে যে পাঁচ ব্যাটসম্যানের। চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –

৫) ডেভিড ওয়ার্নার: ১৪২.৩১ স্ট্রাইক রেট

Of IPL 2019, Avengers: Endgame and Game of Thrones: David Warner's ...

এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, যিনি শুরু থেকেই বোলারদের ওপর ক্রমাগতভাবে চাপ দিতে থাকেন। তার নেতৃত্বে দল ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়। তিনি ১২৭ ম্যাচে ১৪২.৩১ স্ট্রাইক রেট নিয়ে ৪৭১২ রান করেছেন। 

৪) সনথ জয়সুরিয়া: ১৪৫.১১ স্ট্রাইক রেট

Sanath Jayasuriya - CricketAddictor

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন ওপেনার সনথ জয়সুরিয়া। তিনি একজন বিধ্বংসী ব্যাটসম্যান ছিলেন একথা কারোরই অজানা নয়। তিনি ৩০ ম্যাচে ১৪৫.১১ স্ট্রাইক রেট নিয়ে ৭৭২ রান সংগ্রহ করেছেন। যার মধ্যে একটি সেঞ্চুরিও (১১৪ রান) রয়েছে।

৩) ক্রিস গেইল: ১৫১.০৩ স্ট্রাইক রেট

Chris Gayle: Chris Gayle becomes first centurion of IPL 2018 ...

টি-টোয়েন্টি ক্রিকেটের বাদশা হলেন ক্রিস গেইল। এই সীমিত ওভারের ক্রিকেটে তার অসংখ্য রেকর্ড রয়েছে যার মধ্যে কতগুলি ভাঙ্গা প্রায়ই অসম্ভব। আইপিএলে  তার ১৭৫ রানের ইনিংসটি সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তিনি ১২৫ ম্যাচে ১৫১.০৩ স্ট্রাইক রেট নিয়ে ৪৪৮৪ রান করেছেন।

২) বীরেন্দ্র সেহবাগ: ১৫৫.৪৪ স্ট্রাইক রেট

Virender Sehwag eager to represent Delhi Daredevils in IPL 7 ...

যখনই কোন বিধ্বংসী ব্যাটসম্যানের প্রসঙ্গ উঠবে তখন বীরেন্দ্র সেহবাগকে সকলেই স্মরণ করেন। তিনি ক্রিজে যতক্ষণ টিকে থাকতেন বোলারদের নাজেহাল করে দিতেন। আইপিএলে তিনি ১০৪ ম্যাচে ১৫৫.৪৪ স্ট্রাইক রেট নিয়ে ২৭২৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। 

১) সুনীল নারিন: ১৬৮.৩৪ স্ট্রাইক রেট

IPL 2018| Sunil Narine's innings was turning point: Mandeep Singh

অপ্রত্যাশিতভাবেই এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর স্পিনার তথা মারকুটে ওপেনার ব্যাটসম্যান সুনীল নারিন। বরাবরই তিনি তার দলের হয়ে রানের গতিকে এগিয়ে রেখেছেন। আইপিএলে তিনি ১৬৮.৩৪ স্ট্রাইক রেট নিয়ে ৭৭১ রান করেছেন। যার মধ্যে তিনি হাঁকিয়েছেন ৪৪টি ছক্কা ও ৯৩টি চার।