ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন কাজ যা ছেলে-মেয়ে একসাথে করলে মেয়েরা কখনো ক্লান্ত হয় না?

ছেলে-মেয়ে একসাথে করলেও মেয়েরা কখনো ক্লান্ত হয় না, সেটা কী?

Interview Questions: চাকরি পাওয়ার সময় ইন্টারভিউ রাউন্ড এখন অত্যাবশ্যক। আর সেই কারণে অনেকে ইন্টারভিউ নিয়ে প্রাক্টিস করতে থাকে। কিন্তু তবুও এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর অনেকের অজানা। আসলে জানা উত্তরকেই এভাবে ঘুরিয়ে দেওয়া হয় যে সেটি একটি বিভ্রান্তিকর প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেসময় জ্ঞানের থেকেও বেশি প্রয়োজন পড়ে উপস্থিত বুদ্ধির, সেরকমই কিছু বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ পটেটো চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে? 
উত্তরঃ নাইট্রোজেন।

২) প্রশ্নঃ মানব হৃদপিন্ডের বৈজ্ঞানিক গবেষণাকে কি বলা হয়?
উত্তরঃ কার্ডিওলজি।

৩) প্রশ্নঃ বায়ুমন্ডলের আর্দ্রতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ হাইগ্রোমিটার।

৪) প্রশ্নঃ ম্যালেরিয়া রোগের জন্য কোন স্ত্রী মশা দায়ী?
উত্তরঃ অ্যানোফিলিস।

৫) প্রশ্নঃ কোন ধাতুর সর্বোচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক রয়েছে?
উত্তরঃ টাংস্টেন (W)।

৬) প্রশ্নঃ মানুষের ত্বকের বাইরের স্তরকে কি বলা হয়?
উত্তরঃ এপিডার্মিস।

৭) প্রশ্নঃ কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড।

৮) প্রশ্নঃ পৃথিবীর বায়ুমন্ডলে কয়টি স্তর রয়েছে?
উত্তরঃ পাঁচটি স্তর (ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার)।

৯) প্রশ্নঃ টিউবলাইটে প্রধানত কোন গ্যাস ভরা হয়?
উত্তরঃ আর্গন ও নাইট্রোজেন।

১০) প্রশ্নঃ মানব দেহের কোন অংশ নিউমোনিয়া রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়?
উত্তরঃ ফুসফুস।

১১) প্রশ্নঃ মারিয়া শারাপোভা কোন দেশের মহিলা টেনিস খেলোয়াড়?
উত্তরঃ রাশিয়া।

১২) প্রশ্নঃ মুঘল আমলে সরকারি ভাষা কি ছিল?
উত্তরঃ ফার্সি।

১৩) প্রশ্নঃ কোন মৌর্য শাসক গ্রীকদের ভারত থেকে বিতাড়িত করেছিলেন?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

১৪) প্রশ্নঃ মৌর্য আমলের শিক্ষার সবচেয়ে বিখ্যাত কেন্দ্র কোনটি ছিল?
উত্তরঃ তক্ষশীলা।

১৫) প্রশ্নঃ এমন কোন কাজ যা ছেলে-মেয়ে একসাথে করলে মেয়েরা কখনো ক্লান্ত হয় না?
উত্তরঃ শপিং বা কেনাকাটি করা। (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)