এমন পাঁচ বিদেশি ক্রিকেটার রয়েছেন, যাদের আচরণে ভারতীয় সমর্থকরা ক্ষুব্ধ

সারাবিশ্ব খুঁজলেও হয়তো ভারতের মতো ক্রিকেটপ্রেমী মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন গ্যালারি ভর্তি তেরঙ্গা উড়তে দেখা যায়। এমন অনেক বিদেশি ক্রিকেটার রয়েছেন যারা ভারতীয়দের কাছে প্রচুর সম্মান ও ভালোবাসা পেয়ে থাকেন। ঠিক তেমনি এর বিপরীতে কিছু খেলোয়াড় আছেন যাদের আচার-আচরণে ভারতীয় সমর্থকরা ক্ষুব্ধ হয়েছেন তাদের প্রতি।

☞ এবার সেই পাঁচ বিদেশি ক্রিকেটারের সম্পর্কে জেনে নেওয়া যাক:

১) জাভেদ মিয়াঁদাদ:

World Cup Countdown: 1992 – When jumping Javed Miandad mocked Kiran More at  the SCG - Cricket Country

প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় জাভেদ মিয়াঁদাদ ভারতের বিপক্ষে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তবে তার আচার-আচরণ খুবই হতাশাজনক ছিল যে কারনে ভারতীয় সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ভারতের বিপক্ষে বেশ কয়েকবার আগ্রাসী মনোভাবের পরিচয় দেন, যা কারোরই পছন্দ ছিল না। এছাড়াও মাঝেমধ্যেই।ভারতীয় ক্রিকেটারদের প্রতি অশালীন মন্তব্য করে উঠতেন।

২) অ্যান্ড্রু সাইমন্ডস:

Harbhajan Singh refutes Andrew Symonds' latest claims on 'monkeygate' |  Cricket - Hindustan Times

অস্ট্রেলিয়ার দুর্দান্ত অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস বিশেষ করে ভারতীয় বোলারদের মুখোমুখি হতে বেশি পছন্দ করতেন। একজন বড় মাপের ক্রিকেটার হলেও মাঝেমধ্যে স্লেজিং ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতি অশালীন আচরণ করতেন। ২০০৭ সালে হরভজন সিং ও অ্যান্ড্রু সাইমন্ডস এর মধ্যে যে ঘটনা ঘটেছিল, তা ক্রিকেট ইতিহাসে ‘মাঙ্কি গেট’ নামে পরিচিত।

৩) অ্যান্ড্রু ফ্লিনটফ:

Andrew Flintoff celebrates England's win, India v England, 6th ODI, Mumbai,  February 3, 2002

অ্যান্ড্রু ফ্লিনটফ একজন বড় মাপের ক্রিকেটার হওয়া সত্ত্বেও তার বিতর্ক কখনো পিছু ছাড়েনি। ২০০২ সালে ভারতের মাটিতে একটি ওয়ানডে সিরিজ জিতে জার্সি খুলে যে নোংরা আচরণ করেছিলেন তা সকলেরই জানা। শুধু তাই নয়, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি যুবরাজকে এমন কিছু বলেছিলেন, এরপর ক্ষুব্ধ যুবরাজ এক ওভারে টানা ছয় ছক্কা হাঁকিয়ে মোক্ষম জবাব দিয়েছিলেন।

৪) মুশফিকুর রহিম:

5 Unexpected tweets from international cricketers that turned controversial

এই তালিকায় একমাত্র সক্রিয় ক্রিকেটার বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বর্বরোচিত আচরণ নিয়ে যতই বলা হোক না কেন তাও কমই হবে। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের ছিটকে যাওয়া আর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ওয়েস্টইন্ডিজ কাছে হারার পরই তিনি টুইটারে করে লেখেন, “খুবই খুশি আমি, এবার শান্তিতে ঘুমাবো।”

৫) আব্দুল রাজ্জাক:

Top 5 controversial statements made by Abdul Razzaq

প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকও প্রায়ই ভারতীয় ক্রিকেটের প্রতি এমন অশালীন মন্তব্য করে থাকে, যার ফলে ভারতীয় ক্রিকেট সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ফেটে পড়েন। শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি থেকে শুরু করে জসপ্রীত বুমরাহকে নিয়ে কুমন্তব্য করতে পিছুপা হয়নি। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন, পাকিস্তানের মুখোমুখি হওয়া ভারতীয় দলের যোগ্যতা নেই।