গঙ্গা নদীর জল কখনো নষ্ট হয় না, এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ, জানেন কি?

যে কারণে গঙ্গা নদীর জল কখনো নষ্ট হয় না

Ganga River Water: ভারতের অনেক ছোট বড় নদী রয়েছে। এর মধ্যে বেশকিছু নদী রয়েছে যেগুলো সম্পর্কে অনেক কাহিনী বর্ণিত রয়েছে। এর মধ্যে তেমনই একটি হল গঙ্গা নদী। এমনকি একে ভারতের সবচেয়ে পবিত্র নদী বলা হয়। গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে সৃষ্টি হওয়া এই নদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

Image

বর্তমানে ভারতবর্ষের অধিকাংশ নদীগুলোর চেহারা খুবই খারাপ। নদীর তীরগুলিতে অসংখ্য কলকারখানা গড়ে ওঠায় নদীর জল ক্রমশ দূষিত হয়ে উঠেছে। এমনকি কিছু কিছু নদীকে দূষিত নদী হিসেবেও ঘোষণা করা হয়েছে। এই সকল নদীর জলকে ব্যবহার করা থেকেও নিষেধ করা হচ্ছে।

কিছু মানুষ মনে করেন যে গঙ্গার জল দূষিত হয়ে পড়েছে। কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে গঙ্গা জলে এমন কিছু রয়েছে যা কখনোই দূষিত হওয়ার সম্ভাবনা নেই। যদিও এই নদী হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত পবিত্র নদী এবং সমস্ত পূজা আচার-অনুষ্ঠানে এই নদীর জল ব্যবহৃত হয়। তবে প্রশ্ন হলো এই নদীর জল নষ্ট হয় না কেন?

Image

হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে গঙ্গাজল স্পেশাল হয়ে উঠেছে। কারণ অন্য কোন নদীর জল যদি সংগ্রহ করে রাখেন তাহলে দেখবেন শেষ পর্যন্ত এটি আঠালো এবং দুর্গন্ধযুক্ত হয়ে উঠবে। কিন্তু গঙ্গার জলে এমনটা হয় না। তাই মানুষ মনে করে এ নদী ঈশ্বরের একটি উপহার।

Image

আপনি যদি অন্য কোন নদীর জল বোতলে ভরে রাখেন তা নোংরা হয়ে যেতে পারে এবং কিছুদিন পরেই নষ্ট হতে শুরু করবে। কিন্তু গঙ্গার জলে একপ্রকার বিশেষ অনুজীব রয়েছে, যা খারাপ ব্যাকটেরিয়াগুলিকে বৃদ্ধি পেতে বাধা দেয় এবং সর্বদা দূষণমুক্ত রাখে। সম্ভবত এই কারণেই গঙ্গাজল দীর্ঘদিন বোতলের সংগ্রহ করে রাখলেও তা নষ্ট হয় না।