‘রূপে লক্ষ্মী গুনে সরস্বতী’ দেশের সবচেয়ে সুন্দরী IAS অফিসার, যেকোনো নায়িকাকে টেক্কা দিতে পারেন

Most beautiful IAS officer of the country: প্রথমেই জানিয়ে রাখি, IAS কথাটির সম্পূর্ণ অর্থ Indian Administrative Services বা ভারতীয় প্রশাসনিক পরিষেবা। প্রত্যেকেই ইউপিএস পাস করার স্বপ্ন দেখে। কারণ এটি পাশ করতে দিনরাত পরিশ্রম করতে হয়, তবেই সফল হওয়া যায়। উত্তীর্ণদের তালিকায় অনেকেই রয়েছেন যারা পড়াশোনা ও সৌন্দর্য দুই ক্ষেত্রে এগিয়ে।

Image

দেশে অনেক আইএএস এবং আইপিএস অফিসার রয়েছেন যারা কাজের পাশাপাশি সৌন্দর্যের জন্যও পরিচিত। যারা কোন অভিনেত্রী বা মডেলদের চেয়েও কম নয়। তবে তারা কোন সুন্দরী বা মডেলিং প্রতিযোগিতায় অংশ না নিয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। এদের মধ্যে স্মিতা সবরওয়ালকে সবচেয়ে সুন্দরী আইএস অফিসার হিসেবে মনে করা হয়। 

Image

এই প্রতিবেদনে তেমনই এক সুন্দরী আইএএস অফিসারের কথা বলা হয়েছে। দেশের সবচেয়ে সুন্দরী আইএএস অফিসারের নাম স্মিতা সবরওয়াল। মাত্র ২৩ বছর বয়সে তিনি আইএএস হন। স্মিতা সবরওয়াল একজন আইএস অফিসার হিসেবে তার অনুকরণীয় কাজের জন্য অনেক প্রশংসা অর্জন করেছেন।

Image

তিনি ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে স্মিতা আইএএস অফিসার পদে নির্বাচিত হন। তিনি ‘পিপলস অফিসার’ হিসেবে পরিচিত, একজন মহিলা হিসেবে এই উপাধিতে ভূষিত হওয়া একটি সম্মানের বিষয়। স্মিতা হলেন প্রথম মহিলা অফিসার যিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর দপ্তরে নিয়োজিত হয়েছেন।

Image

স্মিতা সারাদেশের আইএস প্রার্থীদের জন্য অনুপ্রেরণা। তিনি ২০০০ ব্যাচের মধ্যে একজন আইএএস টপার। তিনি সহজেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার ভাবমূর্তিতে জনসাধারণ অত্যন্ত খুশি। স্মিতা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তিনি তেলেঙ্গানা রাজ্যের অনেক সংস্করণের জন্যও পরিচিত।