চোখের ধাঁধা: লোকটি তার মানিব্যাগ হারিয়ে ফেলেছে; যাদের চোখ বাজপাখির মত কেবল তারাই খুঁজে পাবেন

যাদের চোখ বাজপাখির মত কেবল তারাই লোকটির মানিব্যাগটি খুঁজে পাবেন!

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানেই হল ‘চোখের প্রতারণা’। এ ধরনের ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা সহজে নজরবন্দী করা যায় না। আর এমনই নিত্যনতুন ধাঁধাগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতে দেখা যায়। এগুলি সমাধান করা যেমন মজাদার, তেমন আকর্ষণীয়ও।

আজকের প্রতিবেদনে তেমনি একটি ধাঁধার ছবি নিয়ে আসা হয়েছে। ছবিতে দেখতে পাচ্ছেন, ক্যান্ডেল লাইট ডিনারে দুজন কাপল বসে রয়েছেন। টেবিলে রয়েছে দুটি চায়ের কাপ, মোমবাতি, জলের গ্লাস, একটি জগ চামচ এবং একটি কেক। তবে সমস্যাটি হলো চেয়ারে বসে থাকা ভদ্রলোকটি তার মানিব্যাগটি (Wallet) খুঁজে পাচ্ছেন না।

মানিব্যাগটি হারিয়ে ফেলায় ওই লোকটিকে বেশ চিন্তিত দেখাচ্ছে। এদিকে মহিলাটিও ইতস্তত বোধ করছেন। আর তাদের পাশেই মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে ওয়েটার। বলা হয়েছে যে, যাদের দৃষ্টিশক্তি ভালো কেবল তারাই মানিব্যাগটি খুঁজে পাবেন এবং তাদের জিনিয়াস বললেও ভুল হবেনা।

তবে অনেকেই মানিব্যাগটি খুঁজতে হিমশিম খেয়েছেন এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। আর এদিকে যারা লুকিয়ে থাকা মানিব্যাগটি খুঁজে পেয়েছেন, তাদের দৃষ্টিশক্তির প্রশংসা করতেই হয়। কিন্তু যারা এখনো খুঁজে পাননি, তাদের চিন্তা করার কিছু নেই, আমরা নিচে মার্ক করে বুঝিয়ে দিয়েছি।

আসলে এই অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি এমনভাবে তৈরি করা হয়, যা চোখকে বিভ্রান্ত করে তোলে। এমনকি এটি আপনার ভাবনার চেয়েও সূক্ষ্ম। ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন মেয়েটির চুলে অর্থাৎ চেয়ারের সাথে মানিব্যাগটি রয়েছে। তবে ইতিমধ্যেই যারা চ্যালেঞ্জটি পূরণ করতে সক্ষম হয়েছেন তাদের অভিনন্দন।

Image

মনোবিজ্ঞানীদের মতে, নিয়মিত অপটিক্যাল ইলিউশনের সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। এটি আপনার চিন্তাশক্তি এবং বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এমনকি আইকিউ লেভেল কতটা ভালো তা পরীক্ষা করার একটি দুর্দান্ত উপায়। তবে এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, কিন্তু দৃষ্টিশক্তি ভালো থাকা অবশ্যই প্রয়োজন।