২০২৩ সালের সবচেয়ে ঋণগ্রস্থ পাঁচটি দেশ, এরমধ্যে দুটি দেশ নিজেদের পরাশক্তি বলে

বর্তমানে সবচেয়ে ঋণগ্রস্ত পাঁচটি দেশ সম্পর্কে জানেন

Indebted Country : বিশ্বের সবচেয়ে বেশি ঋণ নিয়ে বসে আছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি। ২০২৪ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে। এটি যেকোনো উন্নত বা উন্নয়নশীল দেশের চেয়ে বেশি। তবে জিডিপির আকারের দিক থেকে যদি দেখা যায়, জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। এই প্রতিবেদনে এমন ৫টি দেশের কথা বলা হয়েছে যেগুলোর ঋণ সবচেয়ে বেশি।

আমেরিকা (America): মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ ৩৪ ট্রিলিয়ন ডলার বা ৩৪০০০ বিলিয়ন ডলার। এটি তাদের জিডিপির ১২০ শতাংশের বেশি। আগামী ৪ বছরে এটি ১৩৭ শতাংশের বেশি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

চীন (China): ১৪ ট্রিলিয়ন ডলার ঋণ নিয়ে চীন এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ২০১৩ সালে এটি ছিল ৩.১০ ট্রিলিয়ন ডলার। এরপর ক্রমাগত বেড়েছে চীনের ঋণ। এ বছর এই ঋণ ১৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

জাপান (Japan): ২০২৩ সালে জাপানের ১০ ট্রিলিয়ন ডলারের বেশি ঋণ রয়েছে। উল্লেখ্য আজ পর্যন্ত জিডিপির পরিপ্রেক্ষিতে, ২০২৩ সাল পর্যন্ত সবচেয়ে বেশি ঋণের দেশ হল জাপান। এখন এই রেকর্ড লেবাননের কাছে। জিডিপির তুলনায় জাপানের ২৩৯ শতাংশ ঋণ রয়েছে।

ফ্রান্স (France): ঋণের দিক থেকে ফ্রান্স দেশটি চতুর্থ স্থানে রয়েছে। ফ্রান্সের ৩ ট্রিলিয়ন ডলারের বেশি ঋণ রয়েছে। এটি দেশের জিডিপির ১০৭ শতাংশ।

ইতালি (Italy): জাতীয় ঋণের দিক থেকে ইতালির অবস্থান পঞ্চম স্থানে। ইতালির ঋণ রয়েছে ২.৮ ট্রিলিয়ন ডলার। এটি তাদের দেশের জিডিপির তুলনায় ১৩৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২৩ সালের মধ্যে ভারতের (India) ২.৭০ ট্রিলিয়ন ডলার ঋণ ছিল। এটি আমাদের জিডিপি আকারের ৮১ শতাংশ। আর পাকিস্তানের (Pakistan) ২০২৩ সালের মধ্যে ২.৩৪ ট্রিলিয়ন ডলার ঋণ ছিল, যা তাদের জিডিপির ৭৬ শতাংশের বেশি।