গত ৪০০ বছর ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে ‘অভিশপ্ত’ জাহাজটি! এর কাহিনী শুনে অবাক হবেন

‘অভিশপ্ত জাহাজটি’ গত ৪০০ বছর ধরে সমুদ্রের বুকে ঘুরে বেড়াচ্ছে

A Cursed Ship: পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যেগুলি সমাধান বিজ্ঞানীরাও খুঁজে পাননি। এমনও কিছু অলৌকিক ও রহস্যের ঘটনা সামনে এসেছে যেগুলো শুনলে অনেকেই ভয়ে পান। তেমনি একটি অভিশপ্ত জাহাজের কথা এই প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে, যা গত ৪০০ বছর ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। জাহাজটিকে অনেকে অভিশপ্ত বলে বর্ণনা দিয়েছেন।

এই জাহাজটির নাম ফ্লাইং ডাচম্যান শিপ। কথিত আছে এই জাহাজটিকে দেখা খুবই অশুভ। কোন ব্যক্তি যদি সমুদ্রে এটিকে দেখেন তাহলে তিনি এবং তার জাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এই জাহাজটিকে ঘিরে অনেক চলচ্চিত্রও তৈরি হয়েছে।

Image

অনেকেই ‘ফ্লাইং ডাচম্যান শিপ’ দেখেছেন বলে দাবি করেছেন। কিন্তু কতটুকু সত্য এর কোন ভিত্তি নেই। বিংশ শতকের বিখ্যাত লেখক নিকোলাস মনসেরেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটিকে প্রশান্ত মহাসাগরে দেখেছিলেন বলে দাবি করেন। এই জাহাজটিকে ঘিরে নানান গল্প ও প্রচলিত বিশ্বাস রয়েছে।

জাহাজটির ক্যাপ্টেন ছিলেন হেনরিক ভ্যান ডি ডেকেন। তিনি ডাচম্যান নামেও পরিচিত ছিলেন। ১৬৪১ সালে জাহাজের ক্যাপ্টেন তার জাহাজ নিয়ে হল্যান্ড ছেড়ে ইস্ট ইন্ডিজের দিকে রওনা দিয়েছিলেন। এরপর যাত্রীদের নিয়ে যখন জাহাজটি আবার ফিরে আসতে শুরু করে, তখন ক্যাপ্টেন কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেন।

Image

কথিত আছে, জাহাজটি ফেরার পথে প্রচন্ড সাইক্লোন ঝড়ের কবলে পড়েছিল। একে প্রতিকূল আবহাওয়া, তার উপরে উপকূল ডুবো পাহাড়ের ভিড় সব মিলিয়ে বড় বিপদের আশঙ্কায় ভয়ে শিউরে উঠেছিলেন নাবিকেরা। কিন্তু কিছুতেই জাহাজটি থামাতে রাজি হননি ক্যাপ্টেন। এমনকি যারা নাবিকের বিরুদ্ধে গিয়েছিল, তাদেরকে হত্যা করে সেই সমুদ্রে ফেলে দেন। 

Image

এই নৃশংস ঘটনার পর থেকেই ওই জাহাজটির ভাগ্যে কি ঘটেছিল সে কথা আর কেউ জানতে পারেনি। এমনকি ওই জাহাজটির ধ্বংসাবশেষের কোন চিহ্নও পাওয়া যায়নি। কেউ কেউ দাবি করেন, ঈশ্বরের অভিশাপের নাকি পৃথিবীর শেষ দিন পর্যন্ত সমুদ্রের বুকে জাহাজটি ঘুরে বেড়াবে।