ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের সেরা ৫টি বোলিং ফিগার; তৃতীয় স্থানে হলেন বুমরাহ

ভারতীয় দলের ব্যাটসম্যানরা বরাবরই দাপট দেখিয়ে এসেছেন এবং তারা বোলারদের তুলনায় বেশি সম্মান পান। তবে ওয়ানডে ক্রিকেটের কথা বললে এমন কয়েকটি বোলিং ফিগার রয়েছে যা সত্যিই অসাধারণ। সেদিন তারা একা হাতেই ম্যাচ জিতিয়েছেন।  

এদিন ওভালে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিরুদ্ধে জাসপ্রিত বুমরাহ অসাধারণ বোলিং করে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের বিধ্বস্ত করেন। বুমরাহ ৭.২ ওভারে ৩ ওভার মেডেনসহ ১৯ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৬টি গুরুত্বপূর্ণ উইকেট, যা ভারতীয় ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগার। এই প্রতিবেদনের শীর্ষ ৫ জন ভারতীয় বোলারের কথা বলা হয়েছে: 

৫) কুলদীপ যাদব: ৬-২৫ উইকেট 

২০১৮ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওডিআই ম্যাচে ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব স্বপ্নের বোলিং করেছিলেন। ১০ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। ফলাফল: ভারত ৮ উইকেটে জয়ী হয়।

৪) আশিস নেহরা: ৬-২৩ উইকেট 

এই তালিকায় ভারতীয় দলের বাঁহাতি ফাস্ট বোলার আশিস নেহরাও রয়েছেন। ২০০৩ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রান দিয়ে তিনি ৬টি উইকেট শিকার করেন। তার দুর্দান্ত বোলিংয়ের জেরে ইংল্যান্ড ১৬৮ রানে গুটিয়ে যায়। ফলাফল: ভারত ৮২ রানে জয়ী হয়।

৩) জাসপ্রিত বুমরাহ: ৬-১৯ উইকেট

এই তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বর্তমান ভারতীয় ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে তুলে নিয়েছেন ৬টি উইকেট। ইংল্যান্ড পাওয়ার প্লেতেই তাদের ৫টি উইকেট হারায়। এরপর বিশেষ কিছু করতে পারেনি। বুমরাহ ১৯ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়ে ইংল্যান্ডকে মাত্র ১১০ রানে গুটিয়ে দেন।

২) অনিল কুম্বলে: ৬-১২ উইকেট 

ভারতীয় সেরা বোলিং ফিগারের তালিকায় অনিল কুম্বলে রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৯৯৩ সালে ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬.১ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। তার দুরন্ত বোলিংয়ের জন্য ক্যারিবিয়ান দলটি মাত্র ১২৩ রানে গুটিয়ে যায়। ফলাফল: ভারত ১০২ রানে জয়ী হয়।

১) স্টুয়ার্ট বিন্নি: ৬-৪ উইকেট 

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেরা ভারতীয় বোলিং ফিগারটি রয়েছে স্টুয়ার্ট বিন্নির নামে। খুব একটা ম্যাচ খেলার সুযোগ না পেলেও, তার এই রেকর্ডটি আজও কেউ ভাঙতে পারেনি। ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ৪.৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। যার ফলে বাংলাদেশ ৫৮ রানে অলআউট হয়ে যায়। ফলাফল: ভারত ৪৭ রানে জয়ী হয়। 

https://twitter.com/mipaltan/status/1546850959195639809?s=20&t=1D0Tdkj1yMfpbQbmzTcvzA