মহেন্দ্র সিং ধোনির নামে যে ১০টি বিশ্বরেকর্ড রয়েছে তা কারও পক্ষে ভাঙ্গা সম্ভব নয়

শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠতম ক্যাপ্টেন বললে যার নাম সবার আগে মনে পড়বে তিনি আর কেউ নয় ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৫ বছর ক্রিকেট কেরিয়ারে তিনি এমন কয়েকটি মাইলস্টোন অর্জন করেছেন হয়তো কোন খেলোয়াড়ের পক্ষে এক জীবনে সেই কৃতিত্ব অর্জন করা সম্ভব নয়।

➡️ এবার দেখে নেওয়া যাক, মহেন্দ্র সিং ধোনির বিশেষ কৃতিত্ব গুলি:-

১) একমাত্র অধিনায়ক হিসেবে সমস্ত আইসিসি ট্রফি জয়:

You represented new India where family name doesn't make destiny: Dhoni shares PM's heartfelt letter- The New Indian Express

মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যিনি আইসিসির সমস্ত ট্রফিগুলি ভারতীয় দলকে উপহার দিয়েছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় — সবগুলি তার ঝুলিতে রয়েছে।

২) উইকেট রক্ষক হিসেবে সর্বাধিক স্টাম্প:

Blink and miss: MS Dhoni astonishes with lightning fast stumping | Cricket News - Times of India

উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা এই ‘জাদুকর’ বিশ্বের সমস্ত তাবড় তাবড় উইকেটরক্ষকদের পিছনে ফেলে সর্বাধিক ১৯৫টি স্টাম্প করার রেকর্ড করেছেন। এছাড়াও দ্রুততম স্ট্যাম্পিংয়ের রেকর্ডটিও ধোনির নামে রয়েছে। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের কিমো পলকে মাত্র ০.০৮ সেকেন্ডের মধ্যে স্টাম্প করেছিলেন।

৩) ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক নট আউট:

Dhoni completes 24000 runs in his illustrious batting career ! | The SportsRush

ক্রিকেটে সর্বশেষ্ঠ ফিনিশার হিসেবে মহেন্দ্র সিং ধোনিই বিবেচিত হন। কারণ শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে কিংবা অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। পরিসংখ্যান বলছে, তিনি ৮৪ বার নট আউট থেকেছেন, যার মধ্যে অধিকাংশ ম্যাচ ভারতীয় দল জিতেছে।

৪) আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচের নেতৃত্ব দেওয়া:

Dhoni's unorthodox captaincy the stuff of legends - Rediff Cricket

আন্তর্জাতিক ক্রিকেটে তিন শ্রেণীর ক্রিকেট মিলিয়ে মোট ৩৩২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ২০০টি ওডিআই, ৬০টি টেস্ট এবং ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ – যা একটি বিশ্বরেকর্ড।

৫) ৫০-র ঊর্ধ্বে ব্যাটিং গড় নিয়ে ১০ হাজার রান:

MS Dhoni becomes fifth Indian to score 10,000 ODI runs | Newsmobile

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি প্রথম ব্যাটসম্যান যিনি ১০,০০০ রান সংগ্রহ করেছিলেন ৫০-র ঊর্ধ্বে ব্যাটিং গড় নিয়ে। পরবর্তীকালে বিরাট কোহলিও একই রেকর্ড করেছেন।

৬) বিশ্বের ব্যয়বহুল ব্যাট:

10 Guinness World Records held by cricket

২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে মহেন্দ্র সিং ধোনি যে ব্যাটটি নিয়ে খেলেছিলেন তা পরবর্তীকালে নিলামে ওঠে। ওই ব্যাটটি ৮৩ লক্ষ টাকায় কিনেছিল এক ব্রিটিশ সংস্থা। এর ফলে গিনিস বুকে জায়গা করে নেয় ধোনির ওই রিবক ব্যাটটি। সমস্ত অর্থ অবশ্য একটি চ্যারিটি ফাউন্ডেশনে দান করে দেন।

৭) দ্রুততম ১নং র‍্যাঙ্ক: 

I'm going to put you at four or five' - When MS Dhoni demoted Virat Kohli to find his lost form Dinesh Ramdin shared an illustration when MS Dhoni helped Virat Kohli

মহেন্দ্র সিং ধোনি সবচেয়ে কম ইনিংস ৪২টি খেলে ওডিআইতে এক নম্বর ব়্যাঙ্ক করেছিলেন এবং একটানা ১০ বছর ২০০৬-২০১৬ সাল পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে আইসিসির প্রথম দশে ব়্যাঙ্ক এ ছিলেন, যা একটি বিশ্বরেকর্ড।

৮) উইকেট রক্ষক হিসেবে সর্বোচ্চ স্কোর:

Blast from the past! 31st October, 2006: When Samurai MS Dhoni slayed Sri Lanka in Jaipur | Cricket News – India TV

২০০৫ সালে শ্রীলংকার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে তিন নম্বর ব্যাট করতে নেমে ১৮৩ রানের একটি ধামাকা ইনিংস খেলেছিলেন ধোনি। যা উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ স্কোর। ১৬ বছর পেরিয়ে গেলেও এই রেকর্ডটি আজও অক্ষত রয়েছে।

৯) সর্বাধিক ছক্কা হাঁকিয়ে ম্যাচ জয়:

MS Dhoni retirement - The legend in seven innings

ধোনি বারবার ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করতেন বলে ‘ফিনিশার’ হিসেবে পরিচিত হন। প্রসঙ্গত, ২০১১ কাপের ফাইনালে তিনি ছক্কা হাঁকিয়ে ফিনিশ করেছিলেন। পরিসংখ্যান বলছে, তিনি ৯ বার এই কৃতিত্ব অর্জন করেছেন – যা একটি বিশ্বরেকর্ড।

১০) অধিনায়ক হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন:

How many times has MS Dhoni finished a match with six? - Cricket Country

আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটিও মহেন্দ্র সিং ধোনির নামে রয়েছে। ইয়র্কার বলেও ছক্কা হাঁকাতে তিনি হেলিকপ্টার শট ব্যবহার করতেন। সমস্ত ফরম্যাট মিলিয়ে ধোনি হাঁকিয়েছেন মোট ২১১টি ছক্কা! তার ধরে পাশে কেউ নেই – যা একটি বিশ্বরেকর্ড।