ভারতীয় দলের ১০ নিরামিষভোজী খেলোয়াড়, যারা মদ-মাংস ছুঁয়ে পর্যন্ত দেখেনি

কোন খেলোয়াড় কেমন ফিটনেস থাকবে, তা সম্পূর্ণ নির্ভর করে ডায়েটের উপর। তবে বিশ্বাস করা হয় যারা নিরামিষভোজী তাদের ফিটনেস ক্ষমতা অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি। একইভাবে কিছু খেলোয়াড় ফিটনেস বাড়াতে মাছ ও মাংসের ওপর বেশি জোর দিয়ে থাকেন।

আজকের প্রতিবেদন রয়েছে, ভারতীয় দলের যে ১০ ক্রিকেটার মদ মাংস পর্যন্ত ছুঁয়ে দেখেনি; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

গৌতম গম্ভীর: প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর দীর্ঘদিন ভারতের হয়ে খেলেছেন। ব্যাটসম্যান হিসেবে তিনি কতটা সফল হয়েছেন তা সকলেরই জানা। তবে তিনি একজন খাঁটি নিরামিষভোজী। এমনকি এই দিল্লির ক্রিকেটার মাদকদ্রব্য জাতীয় পানীয় কখনোও গ্রহণ করেননি। 

True champion and a fighter': Farewell messages pour in on Twitter for Gautam  Gambhir

সুরেশ রায়না: কাশ্মীরি পন্ডিত পরিবারের অন্তর্ভুক্ত হওয়ায় সুরেশ রায়না একজন নিরামিষভোজী ক্রিকেটার। রায়নার ফিটনেসের গোপন রহস্যটি হলো খাঁটি নিরামিষাশী। 

অনিল কুম্বলে: ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন যাবৎ খেলা ক্রিকেটার অনিল কুম্বলে তার ফিটনেস বজায় রাখতে ভেজিটেরিয়ান ছিলেন। খাঁটি নিরামিষাশী খেলোয়াড়দের মধ্যে তিনি একজন।

বীরেন্দ্র শেহবাগ: ভারতীয় দলের সেরা বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগও একজন খাঁটি নিরামিষভোজী ছিলেন। নিরামিষ আহার মানুষকে শক্তিশালী করে তা তিনি বারবার প্রমাণ করেন। তবে তিনি দুধ খেতে খুব পছন্দ করতেন।

Harbhajan Singh questions Wasim Jaffer's all-time India ODI XI for excluding Virender Sehwag

ইশান্ত শর্মা: ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার ইশান্ত শর্মা গত বেশ কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফরম্যান্স করছেন। বর্তমানে এই সক্রিয় টেস্ট ক্রিকেটার নিজের ফিটনেস বজায় রাখতে খাঁটি নিরামিষভোজী। এছাড়াও তিনি একজন ব্রাহ্মণ পরিবারের হওয়ায় ননভেজ জাতীয় খাবার থেকে দূরে থাকেন।

রোহিত শর্মা: বর্তমানে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছেন রোহিত শর্মা। গোটা বিশ্ব দেখেছে তিনি কতখানি বিপজ্জনক হয়ে উঠতে পারেন। একজন ব্রাহ্মণ হওয়ায় কখনো আমিষ জাতীয় খাবার খান না। 

India vs Australia: Without even playing Rohit Sharma creates most unique ODI record for India

রবীচন্দ্রন অশ্বিন: তামিলনাড়ুর স্পিনার রবীচন্দ্রন অশ্বিনও নিরামিষভোজী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। তার ধর্মের প্রতি বাধ্যবাধকতা থাকায় সবসময় নিরামিষ জাতীয় খাবার খেয়ে থাকেন।

ভুবনেশ্বর কুমার: ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মীরাটের খাঁটি নিরামিষ পরিবারে অন্তর্ভুক্ত হওয়ায় সর্বদা তিনি আমিষ জাতীয় খাদ্য থেকে দূরে থাকেন।

চেতেশ্বর পুজারা: বর্তমানে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পুজারাও একজন খাঁটি নিরামিষভোজী। এই শান্ত মেজাজের ক্রিকেটার যেমন সাধারণ প্রকৃতির, তেমনি তাঁর ডায়েটও খাঁটি নিরামিষ। 

Ind vs Eng 4th Test: Where is Cheteshwar Pujara putting his foot wrong? Decoding his struggle against Leach; Watch videos

মনিশ পান্ডে: সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান মনিশ পান্ডে তার ফিটনেস লেভেল বজায় রাখতে নিরামিষ জাতীয় খাবারের ওপর নির্ভরশীল। এছাড়াও তিনি কর্নাটকের পন্ডিত পরিবারের অন্তর্ভুক্ত তাই কখনোও মদ মাংসের ধারে কাছে আসেন নি।