GK প্রশ্ন : বনের রাজা তো সিংহ, কিন্তু জানেন বনের রানী কে?

বলুন তো জঙ্গলের রানী কাকে বলা হয়?

General Knowledge Quiz : আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি নিয়মিত জেনে রাখা উচিত। মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি এই তথ্যগুলোও জেনে রাখে। এমনকি ইন্টারভিউতেও এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বলুন তো, পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি?
উত্তরঃ আসলে, পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম টিটিকাকা হ্রদ।

Image

২) প্রশ্নঃ আপনি বলতে পারেন কে প্রথম শ্রীমদ ভগবদগীতাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন?
উত্তরঃ ভগবতগীতাকে ফার্সি ভাষায় অনুবাদ প্রথম দারা শিকোহ করেছিলেন।

৩) প্রশ্নঃ SAARC (সার্ক) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ সার্ক (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৪) প্রশ্নঃ বলুন তো, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তরঃ সন্তোষ ট্রফি ফুটবলের সাথে সম্পর্কিত।

৫) প্রশ্নঃ জানেন ARMY এবং NAVY এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ARMY-এর পূর্ণ রূপ হল Alert Regular Mobility Young, আর NAVY-এর পূর্ণ রূপ হল Notical Army of Volunteer Yeomen।

৬) প্রশ্নঃ কোন মুঘল শাসক ভারতে প্রথম ব্রিটিশ কারখানা স্থাপনের নির্দেশ দিয়েছিলেন?
উত্তরঃ মুঘল শাসক জাহাঙ্গীর ভারতে প্রথম ব্রিটিশ কারখানা স্থাপনের নির্দেশ দিয়েছিলেন।

৭) প্রশ্নঃ যুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ, সশস্ত্র বিদ্রোহের কারণে সংবিধানের কোন অনুচ্ছেদের প্রয়োগ করে দেশের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়?
উত্তরঃ অনুচ্ছেদ ৩৫২।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি ‘ল্যান্ড অফ থান্ডারবোল্ট’ নামেও পরিচিত?
উত্তরঃ ভারতের প্রতিবেশী দেশ ভুটান ‘ল্যান্ড অফ থান্ডারবোল্ট’ নামেও পরিচিত।

৯) প্রশ্নঃ বিশ্বের একমাত্র দেশ কোনটি যার পতাকা আয়তক্ষেত্র নয়?
উত্তরঃ নেপাল বিশ্বের একমাত্র দেশ যার পতাকা আয়তক্ষেত্র নয়।

Image

১০) প্রশ্নঃ বনের রাজা তো সিংহ, কিন্তু জানেন বনের রানী কে?
উত্তরঃ আসলে বনের রাজা সিংহ আর বনের রানী হলেন সিংহী।