স্পেশাল ডে: ভারতবর্ষে ২রা আগস্ট এত বিশেষ কেন? এই দিনটির তাৎপর্য কি

বছরের ৩৬৫ দিনই কোনও না কোনও দিবস হিসেবে পালিত হয়, যার মধ্যে আমরা কতগুলি জানি আবার বেশিরভাগ গুলিই জানিনা। আসলে সেগুলো অতটা তাৎপর্যপূর্ণ নয়। সেই সকল বিশেষ দিবসগুলির মধ্যে ২রা আগস্টও ভারতবর্ষে বিশেষ ভাবে উদযাপিত হয়। তবে আপনি কি জানেন এই দিনটির তাৎপর্যগুলি কি কি: 

আসলে ২রা আগস্ট ভারতবর্ষে চারটি বিশেষ দিবস হিসেবে পালিত হচ্ছে। এই তালিকায় রয়েছে — জাতীয় রঙিন বই দিবস, জাতীয় আইসক্রিম স্যান্ডউইচ দিবস, ন্যাশনাল নাইট আউট দিবস ও নাগপঞ্চমী দিবস। এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে ও বিশেষ কিছু ব্যক্তির জন্মদিন হিসেবে উদযাপিত হচ্ছে।

Image

আজ অনেকেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে ভারতের জাতীয় পতাকার পরিবর্তন করেছেন। এদিন ভারতের প্রধানমন্ত্রীও তার ডিপি পরিবর্তন করেছেন এবং সকলকে এটি করার অনুরোধ জানিয়ে টুইট করেছেন। আসলে জাতীয় পতাকার নকশা প্রণয়নকারী পিঙ্গালি ভেঙ্কাইয়াকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। 

নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন, “আমি মহান পিঙ্গালি ভেঙ্কাইয়াকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। আমাদের তেরঙ্গা দেওয়ার জন্য তার প্রচেষ্টার জন্য আমাদের জাতি চিরকাল তার কাছে ঋণী থাকবে, যা আমরা খুব গর্বিত। তেরঙ্গা থেকে শক্তি এবং অনুপ্রেরণা নিয়ে জাতীয় অগ্রগতির জন্য আমরা যেন কাজ করতে পারি।”

Image

এবছর ২রা আগস্ট পালিত হচ্ছে নাগ পঞ্চমী। এটি একটি বার্ষিক উদযাপন যা শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। জ্যোতিষীদের মতে, পঞ্চম তিথির অধিপতি হলেন নাগ দেবতা আর এই দিনে সর্পপূজার বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষীদের মতে এই দিনে নাগপঞ্চমীর পূজা করলে কালসর্প দোষ কেটে যায়।