ইন্টারভিউ প্রশ্ন: কোন জিনিসটি শুধুমাত্র পুরুষদের মধ্যে বৃদ্ধি পায়, কিন্তু মহিলাদের নয়?

Interview Questions: প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী দেশে ইউপিএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে মাত্র কয়েকজন পরীক্ষার্থী এই পরীক্ষায় সাফল্য পায়। এত কম সাফল্যের কারণ হল এর কঠিন পরীক্ষা এবং ইন্টারভিউতে বিভিন্ন ধরনের ঘুরিয়ে প্রশ্ন করা। যেগুলো সাধারণ জ্ঞান এবং আইকিউ লেভেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এবার জেনে নেওয়া যাক এমনই কিছু প্রশ্ন যা ইন্টারভিউতে করা যেতে পারে।

১) প্রশ্ন: চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের উত্তরসূরি কে হন?
উত্তর: প্রথম কুমারগুপ্ত।

২) প্রশ্ন: ভারতের প্রথম আইন ও বিচার মন্ত্রী কে ছিলেন?
উত্তর: ডঃ বি.আর. আম্বেদকর।

৩) প্রশ্ন: মোহাম্মদ ঘোরি কোন দেশের শাসক ছিলেন?
উত্তর: আফগানিস্তান।

৪) প্রশ্ন: কোন জিনিসটি খাওয়ার আগে ভেঙে ফেলতে হবে?
উত্তর: ডিম, নারকেল বা কদবেলের মত এমনই কিছু খাবার।

৫) প্রশ্ন: কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছরের জন্য হয়?
উত্তর: সুইজারল্যান্ড বিশ্বের একমাত্র দেশ যেখানে রাষ্ট্রপতির মেয়াদ এক বছরের বেশি হয় না।

৬) প্রশ্ন: ১০০ টাকার নোটে কয়টি ভাষায় মুদ্রায় নাম লেখা আছে?
উত্তর: মোট ১৭টি ভাষা।

Image

৭) প্রশ্ন: মেয়েদের সবচেয়ে বেশি কোঁকড়ানো চুল কোথায় থাকে?
উত্তর: আফ্রিকায় বেশি কোঁকড়ানো চুলের মেয়ে দেখা যায়।

৮) প্রশ্ন: কোন গ্রহে দুটি চাঁদ রয়েছে? 
উত্তর: মঙ্গল গ্রহে।

৯) প্রশ্ন: সাগরেও বাস করে এবং আপনার বাড়িতে বাস করে, সেটা কী?
উত্তর: লবণ।

১০) প্রশ্ন: জিভ নয়, বরং পা দিয়েই সবকিছু স্বাদ নেয় এমন কী?
উত্তর: প্রজাপতি।

১১) প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম ঘাস কাকে বলা হয়?
উত্তর: বাঁশকে ঘাসের শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়।

Image

১২) প্রশ্ন: ৩৬৫ দিন বা বছরে কত মিনিট হয়? 
উত্তর: ৫২৫৬০০ মিনিট।

১৩) প্রশ্ন: কোন প্রাণী জলে বসবাস করার পরেও জল পান করে না?
উত্তর: ব্যাঙ।

১৪) প্রশ্ন: কোন দেশের তিনটি রাজধানী রয়েছে?
উত্তর: দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী রয়েছে। কেপটাউন, প্রিটোরিয়া ও ব্লুমফন্টেন (প্রশাসনিক, আইনগত এবং বিচারবিভাগীয়)।

১৫) প্রশ্ন: কোন জিনিসটি শুধুমাত্র পুরুষদের মধ্যে বৃদ্ধি পায়, কিন্তু মহিলাদের নয়?
উত্তর: দাড়ি বা গোঁফ, শুধুমাত্র পুরুষদেরই বৃদ্ধি পায়।