শোয়েব মালিক চেষ্টা করছিলেন ধোনিকে ট্রল করার, শেষে নিজেই হাসির খোরাক হলেন
পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক পঁচিশে ডিসেম্বর ক্রিস্টমাসের দিন তিনি তার টুইটার একাউন্টে একটি স্মরণীয় জয় ছবি পোস্ট করে লেখেন মেরি ক্রিসমাস। সেই ছবিটিতে ছিল মহেন্দ্র সিং ধোনি। নিছক তিনি মজার ছলে এই পোস্টটি করেছিলেন কিন্তু উল্টে হিতে বিপরীত হলো তার পক্ষে। তাকে ভারতীয় নেটিজেনরা উল্টে ট্রল করা শুরু করল। আর তাতেই জব্দ হলেন শোয়েব মালিক।
এই ভারতীয় জামাই শোয়েব মালিক গত ২৫ ডিসেম্বর তিনি তার টুইটার একাউন্টে “মেরি ক্রিসমাস” লিখে টুইট করেন। যেখানে ছিল একটি পাকিস্তানের স্মরণীয় জয় ছবি এবং সেই ছবিতে ছিল মহেন্দ্র সিং ধোনি। এটা কোন ভারতীয় ক্রিকেট প্রেমী ভালো চোখে দেখেনি। তাই শোয়েব মালিক কে উল্টে ট্রল করা শুরু করেন নেটিজেনরা। যা দেখে সকলে খুবই খুশি হন।
আসলে ম্যাচটি ছিল ২০১২ সালের ২৫ শে ডিসেম্বর বেঙ্গালুরুতে ভারত ও পাকিস্তানের একটি টি-টোয়েন্টি ম্যাচ। যে ম্যাচে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে মোহাম্মদ হাফিজ এবং মালিক ১০৬ রানের পার্টনারশিপ গড়েন এবং সহজেই ১৩৪ রানের জয় লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তানি দল।
এই ডানহাতি ব্যাটসম্যান শোয়েব মালিক ওই ম্যাচে তিনটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৫০ বলে ৫৭ রান করেন। একসময় পাকিস্তান এর স্কোর ১২ রানে ৩টি উইকেট পড়ে, এখান থেকে হাফিজের সাথে ১০৬ রানের পার্টনারশিপ গড়ে।
৩৭ বছর বয়সী মালিক সর্বশেষ পাকিস্তানের হয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ খেলেন। বিশ্বকাপের পর থেকে দল থেকে বাদ পড়লেও মালিক তার ঘরোয়া দলগুলোর হয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০তে চোখ রেখেই খেলছেন।
Merry Christmas dosto 🙏🏼
and a very happy 25th December 💥 pic.twitter.com/imtosyKgJU
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) December 25, 2019
https://twitter.com/imselvaofficial/status/1209872343515811840?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1209872343515811840&ref_url=https%3A%2F%2Fthesportsrush.com%2Fshoaib-malik-takes-sly-dig-at-indian-team-in-merry-christmas-post%2F
Same 2 you pic.twitter.com/KfzGQJO9Xy
— Simran Randhawa (@Randhawa36_) December 25, 2019
https://twitter.com/iamsai94/status/1209825344942833665?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1209825344942833665&ref_url=https%3A%2F%2Fthesportsrush.com%2Fshoaib-malik-takes-sly-dig-at-indian-team-in-merry-christmas-post%2F