বিয়ের আগে শ্বশুর বাড়িতে ‘হিন্দু’র পরিচয় দেন শাহরুখ, জানিয়েছেন স্ত্রী গৌরি

Shah Rukh Khan’s Love Story: বলিউডের বাদশা শাহরুখ খান সর্বদাই শিরোনামে থাকেন। কখনো তার ছবি নিয়ে আবার তার ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রেটিও হয়েছেন। এরই পাশাপাশি শোনা গিয়েছে তিনি নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন একসময়! ব্যাপারটা কি? এবার আসল সত্য বেরিয়ে এসেছে।

শাহরুখ খান ও গৌরী খান বলিউডের সেরা দম্পতিদের মধ্যে একজন। এক ছাদের নিচে ৩০ বছর কাটিয়ে দিয়েছে তারা। তবে শাহরুখ ও গৌরীর প্রেম কাহিনী এখনো অনেকেরই অজানা। যদিও তাদের দাম্পত্য জীবনের গল্প বহুবার শোনা গিয়েছে। তবে তাদের ভালোবাসার পথে ধর্ম কোনদিনও বাধা হয়ে দাঁড়ায়নি।

তবে শাহরুখ খান মুসলিম ধর্মের হওয়ায় বিয়েতে ঘোর আপত্তি ছিল গৌরীর পরিবারের। সেই সময় তারা ভালো উপায় বের করেছিল। তার নাম বদলে রাখা হয় ‘অভিনব’। ভিন ধর্মের ছেলে শাহরুখ। অভিনেতা হওয়ার ইচ্ছে যে ছেলের তার সঙ্গে বিয়ে দিতে রাজি হবেন না বাবা-মা, ধরেই নেন গৌরি। সেই সময় শাহরুখ ২৬ এবং গৌরী ২১ বছরের। 

এই সময় গৌরী শাহরুখের নাম বদলে পরিচয় পরিয়ে দেন তার পরিবারের সঙ্গে। যাতে বাড়ির লোক ভাবে তিনি হিন্দু। গৌরী জানিয়েছেন, ‘মা-বাবা যাতে বিয়েতে রাজি হন, সেই কারণেই শাহরুখকে হিন্দু সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও পরে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। আসলে পরিকল্পনাটাই ছিল শিশুসুলভ।”

১৯৯১ সালের ২৫ অক্টোবর সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। বিয়ের জন্য নিজের স্যুট কেনার পয়সা ছিল না শাহরুখের। ‘রাজু বন গ্যয়া জেন্টলম্যান’ ছবির কস্টিউম ডিজাইনার থেকে স্যুট ভাড়া নিয়েছিলেন তিনি। তখনও কিং খান ‘কিং’ হয়ে ওঠেননি। না ছিল ‘মন্নত’, না ছিল তাঁর সুবিশাল রাজ্যপাট। এমতাবস্থায় হাত ধরেছিলেন গৌরী।

গৌরী বা শহর দুজনাই একে অপরের ধর্মকে সম্মান জানান। কেউ কাউকে কোন কিছুতে জোরাজোরি করেননি এখনো পর্যন্ত। আর বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে ভালোবাসা, সম্মান শাহরুখ যতটা পান, গৌরি নিজেও তা পাননা তার পরিবারের থেকে। একথা নিজেই স্বীকার করেছেন শাহরুখ খান। এভাবেই তিন সন্তান নিয়ে তিন দশকের দাম্পত্য জীবন তাদের।