ভারতে নিষিদ্ধ হতে চলেছে রেডমি, ভিভো, ওপো-সহ একাধিক চিনা স্মার্টফোন! কি বলছে সরকার

গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ভারতে নাকি নিষিদ্ধ হতে চলেছে ১২ হাজার টাকার কম মূল্যের চিনা স্মার্টফোনগুলি। তবে মধ্যবিত্ত ভারতীয়দের নাগালের থাকা সিংহভাগটাই রয়েছে চীনের রেডমি, ভিভো, ওপো মোবাইল প্রস্তুতকারীর সংস্থার দখলে। তাই এমন পরিস্থিতিতে ভারতীয় সংস্থাগুলিকে জায়গা করে দিতেই এমনই সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছিল।

ভারত চীন দিপাক্ষিক সম্পর্কের টানাপোড়ানের প্রভাব প্রযুক্তি ক্ষেত্রে পড়তে দেখা গেছে আগেও। তথ্য লোপাটের অভিযোগে বিভিন্ন সময়ে বহু চিনা অ্যাপকে নিষিদ্ধ করেছে ভারতীয় সরকার। সম্প্রতি বেশ কয়েকটি চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার অফিসে হানা দেয় প্রশাসন।

Image

এর ফলে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়ে পড়েছিল চীনা ফোনগুলি নিষিদ্ধ হতে চলেছে। এমনটা শুনে অনেকেই অবাক হয়েছিলেন। কারণ এখনো স্বল্প ও মাঝারি মূল্যের স্মার্টফোনের ক্ষেত্রে ভারতের কোনও ব্র্যান্ড খুব একটা সুবিধা করে উঠতে পারেনি।

তবে সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, এই জল্পনা একেবারেই সত্যি নয়। চীনা ফোন নিষিদ্ধ করা নিয়ে কোনো রকমই আলোচনা হয়নি সরকারের তরফে। তাই ১২ হাজার টাকার চিনা ফোন নিষিদ্ধ হয়ে যাবে বলে এমনটা চিন্তা করার কোনো কারণই নেই।