বেতন ১ কোটি, বছরে দু’বার কাজ হয়, তবুও কেউ এই চাকরি করে না? এর কারণ জানলে চমকে উঠবেন

বছরে দু’বার বাল্ব বদলানোর জন্য দেওয়া হয় কোটি টাকার বেতন

1 Crore Salary Jobs: করোনা মহামারীর পর থেকেই মানুষ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এই কঠিন সময়ে চাকরি হারিয়েছেন বহু মানুষ। সংসার চালানোর জন্য মানুষকে যেকোন কাজ খুঁজতে হয়েছে। এদিকে কোম্পানিগুলি অদ্ভুত কারণ দেখিয়ে বহু কর্মী ছাঁটাই করেছে।

তবে এই প্রতিবেদনে এমন একটি চাকরির কথা বলা হয়েছে, যার বেতন এক কোটি টাকা। এই সম্পর্কিত খবরটি আজকাল শিরোনামে রয়েছে। এমনকি এই চাকরিতে আপনাকে বছরের মাত্র দুবারই কাজ করে কোটি টাকা আয় করে বাকি সময়টা মজা করে কাটাতে পারেন।

Image

এক কোটি বেতনে এই চাকরিতে লোক নিয়োগের জন্য এইচআর বিভাগ ঘুরে বেড়াচ্ছে জয়নিং লেটার নিয়ে, কিন্তু কেউ যোগ দিতে প্রস্তুত নয়। আসলে এটি বাল্ব পরিবর্তনের (Bulb changer) কাজ, যার জন্য বছরে এক কোটি টাকার প্যাকেজ। এরপরও মানুষ এই কাজের জন্য কোনভাবেই রাজি হচ্ছে না।

Image

‘দ্য মিরর’-এর রিপোর্ট অনুসারে, এই কাজটি হল একটি টাওয়ারে বাল্ব পরিবর্তনকারীর কাজ। ৬০০ মিটারের উঁচু সিগন্যালের টাওয়ারে উঠে বাল্ব পরিবর্তনের কাজ করতে হবে। এটা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। কারণ এই টাওয়ারটি সাধারণ থেকে একটু আলাদা।

টাওয়ারটির উপরের অংশ উচ্চতার সাথে সাথে সরু হয়ে গিয়েছে। নিরাপত্তা জন্য শুধু একটি দড়ি। আর এই কাজটির প্রতি ছয় মাসে একবার করতে হয়। তবে সবচেয়ে ভয়ের কারণ হলো টাওয়ারটির শীর্ষস্থানে প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়।

Image

আমেরিকার সাউথ ডাকোটায় এই চাকরিটি উপলব্ধ রয়েছে। তবে এই চাকরির জন্য আপনাকে ফিট থাকার পাশাপাশি উচ্চ ভিত্তি থাকা চলবে না। শারীরিক দিক দিয়েও আপনাকে সক্ষম হতে হবে। আসলে এই টাওয়ারটিতে উঠতে এবং বাল্ব লাগাতে কমপক্ষে ৬ ঘন্টা লাগে। তাই এমন প্রতিকূল আবহাওয়ায় ৬০০ মিটার উঁচু টাওয়ারে ওঠা একজন কর্মীর পক্ষে খুবই ঝুঁকিপূর্ণ।