GK কুইজ : ভারতবর্ষ নয়, ‘রামায়ণ’ কোন দেশের জাতীয় গ্রন্থ জানেন?

জানেন কোন দেশটির জাতীয় গ্রন্থ রামায়ণ?

General Knowledge Quiz : আজকাল সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরির ইন্টারভিউ গুলিতে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অনেক বেশি করা হয়। তাই আপনি যদি ব্যাংকিং, রেলওয়ে বা এসএসসি যেকোনো ধরনের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ কোন প্রাণীটি যে তার চোখ বন্ধ করেও সহজে দেখতে পায়?
উত্তরঃ উটের চোখে তিনটি পাতা রয়েছে, যা তার চোখকে ধুলোবালি এবং কণা থেকে রক্ষা করে। দুই চোখের পাতা বন্ধ করেও উট খুব সহজেই দেখতে পায়।

২) প্রশ্নঃ কোন গাছ বাড়িতে লাগালে সাপ তার আশেপাশে ঘোরে না?
উত্তরঃ সর্পগন্ধা (Sarpagandha) এমন একটি গাছ যার গন্ধ থেকে সাপেরা দূরে থাকে পছন্দ করে।

৩) প্রশ্নঃ ভূমিকম্পের সময় কোন গ্যাস নির্গত হয়?
উত্তরঃ রেডন (Radon) গ্যাস।

৪) প্রশ্নঃ ভারতের প্রথম ডাকঘর কোথায় খোলা হয়েছিল?
উত্তরঃ কলকাতায় সবার প্রথমে ডাকঘর খোলা হয়েছিল।

৫) প্রশ্নঃ কোন ফলটি পাকতে প্রায় দুই বছর সময় লেগে যায়?
উত্তরঃ আনারস একমাত্র ফল যা পাকতে প্রায় দুই বছর সময় লাগে।

৬) প্রশ্নঃ কোন দ্বীপের মাটি মশলা হিসেবে ব্যবহার করা হয়?
উত্তরঃ ইরান দেশে অবস্থিত হরমুজ দ্বীপের (Hormuz Island) মাটি মশলা হিসেবে ব্যবহার করা হয়।

Image

৭) প্রশ্নঃ ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহরের নাম কী?
উত্তরঃ হরপ্পা (Harappa), যা ১৯২১ সালে খননকার্য চালিয়ে উদ্ধার করা হয়েছিল।

৮) প্রশ্নঃ বলিউডের প্রথম ‘সুপারস্টার’ কাকে বলা হয়?
উত্তরঃ রাজেশ খান্নাকে (Rajesh Khanna) বলিউডের প্রথম সুপারস্টার বলা হয়। যিনি টুইঙ্কেল খান্নার বাবা এবং অক্ষয় কুমারের শ্বশুড়।

৯) প্রশ্নঃ পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থটি ব্যবহার করা হয়?
উত্তরঃ সীসা।

Image

১০) প্রশ্নঃ ‘রামায়ণ’ (Ramayana) কোন দেশের জাতীয় গ্রন্থ জানেন?
উত্তরঃ থাইল্যান্ডের (Thailand) জাতীয় গ্রন্থের নাম ‘রামায়ণ’। তবে এটি থাইল্যান্ডে ‘রামাকিয়েন’ নামে পরিচিত।