অস্কার ২০২৩: শুধু গোল্ডেন ট্রফি নয়, অস্কার বিজয়ীরা আরও কি কি পান জানেন

Oscar winners 2023: আমেরিকার লস এঞ্জেলসে ২০২৩ অস্কার পুরস্কার বিজয়ীদের ঘোষণা করা হয়েছে। এবার ভারতীয় সিনেমার সুপার হিট ছবি ‘RRR’ এর ‘নাটু-নাটু’ গানটি খেতাব জিতেছে। ‘নাটু-নাটু’ ছাড়াও চলচ্চিত্র নির্মাতা গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুহিস্পার্স’ এর সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে জিতেছে।

তাই এবার জেনে নেওয়া যাক অস্কার বিজয়ীরা গোল্ডেন ট্রফি ছাড়াও আর কি কি পেয়ে থাকেন। বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার অস্কারে যেকোন ছবির জন্য মনোনীত হওয়াকেই অনেক বড় মনে করা হয়। সুতরাং কোন চলচ্চিত্র বা শিল্পী যদি এই আন্তর্জাতিক মঞ্চ থেকে অস্কার পুরস্কার জেতেন তবে তার জন্য অনেক বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায়।

Image

এদিকে অস্কার বিজয়ী প্রাইজ মানি হিসেবে কি পান তা নিয়েও অনেকে জানতে আগ্রহী দেখান। এক প্রতিবেদন থেকে জানা গেছে, একাডেমী পুরস্কার বিজয়ীরা পুরস্কারের অর্থের ভিত্তিতে কোন অর্থ পান না। অস্কার বিজয়ীরা চকচকে সোনার ট্রফি পান।

যাইহোক, যে ফিল্ম শিল্পী বা পরিচালক অস্কার জেতেন তিনি পুরো সুবিধা পান এবং ইন্ডাস্ট্রিতে তার ব্র্যান্ড ভ্যালু অনেক গুনে বেড়ে যায়। এছাড়া অস্কার বিজয়ী এবং মনোনীতদের একটি বিশেষ ব্যাগ উপহার দেওয়া হয়, যার মধ্যে থাকে হাজার হাজার ডলার।

Image

৯৫তম অস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় সিনেমার ইতিহাসে ইতিহাস হয়ে থাকল। জানিয়ে রাখি, এসএস রাজামৌলি পরিচালিত ‘RRR’ মুভিতে এনটিআর জুনিয়র এবং রাম চরণ অভিনীত ‘নাটু-নাটু’ গানটি সেরা গান নির্বাচিত হয়েছে। এর পাশাপাশি ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছে ‘‘দ্য এলিফ্যান্ট হুহিস্পার্স’।