বলুন তো ছবিতে থাকা এই মেয়েটির নাম কী হতে পারে?

কেবল জিনিয়াসরাই বলতে পারবেন এই ছবিতে থাকা মেয়েটির নাম কী হতে পারে

Brain Teaser : ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে আজকাল ধাঁধার পোস্টগুলি ভাইরাল হতে দেখা যায়। এগুলি মানুষেরা বেশ পছন্দও করেন। এমনকি এর মাধ্যমে আইকিউ লেভেল কতটা ভালো তা জেনে নেওয়ার একটি দুর্দান্ত উপায়। এই প্রতিবেদনে তেমন একটি মজার চ্যালেঞ্জ পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে।

ছবিতে দেখতে পাচ্ছেন, একটি মেয়ের পাশে দুটি সাংকেতিক চিহ্ন রয়েছে। সাংকেতিক চিহ্ন দুটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি পূর্ণিমার আরেকটি অমাবশ্যার ছবি। এবার আপনাকে এই দুই সাংকেতিক চিহ্ন মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম কী হবে? উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস বলে গণ্য হবেন।

ছবিটির দিকে তাকিয়ে অনেকেই দীর্ঘক্ষণ চিন্তাভাবনা করার পরও উত্তর দিতে পারেননি। কিন্তু এদিকে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে জিনিয়াস বললেও ভুল হবে না। ৯৯% মানুষ ছবিতে থাকা মেয়েটির নাম বলতে ব্যর্থ হয়েছেন। তবে আপনি যদি এখনও চিন্তা-ভাবনা করছেন তাহলে একটু অন্যভাবে চিন্তা করুন, অবশ্যই সফল হবেন।

মনোবিজ্ঞানীদের মতে, মাঝেমধ্যে এই ধরনের পোস্ট সমাধান করা একপ্রকার মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও। এগুলি আমাদের মস্তিষ্কের সুপ্ত বুদ্ধিগুলোকে জাগ্রত করে। ফলে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। তবে এর জন্য বিশেষ কোনো গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না। কিছুটা ভিন্নভাবে চিন্তা করলেই ধাঁধার রহস্য বেরিয়ে আসে।

যারা উত্তর দিতে ব্যর্থ হয়েছেন তাদের চিন্তা করার কিছু নেই। মেয়েটির পাশে রয়েছে দুটি চাঁদের ছবি, সেটা অমাবস্যা হোক বা পূর্ণিমা, এর অর্থ কিন্তু একটিই, তা হলো চাঁদ। আর চাঁদের ইংরেজি হল ‘Moon’। যেহেতু এখানে দুটি চাঁদের ছবি রয়েছে, Moon+Moon = মুনমুন। অর্থাৎ, মেয়েটির নাম হবে ‘মুনমুন’।