শুধু গিরগিটিই নয়, নিজের শরীরের রং বদলাতে পারে এই প্রাণীগুলিও

গিরগিটি নিজের শরীরের রং পরিবর্তন করতে পারে এ কথা আমরা সবাই জানি। তবে এছাড়াও এমন কতগুলি প্রাণী রয়েছে যারা নিজেদের শরীরের রং পরিবর্তনে সক্ষম। আজকের প্রতিবেদনে সেই সমস্ত প্রাণীদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

সি হর্স নামে একটি সামুদ্রিক প্রাণী আছে যারা নিজেদের রং পরিবর্তনের সক্ষম। এরা কেবল ভয় পাওয়ার সময়ই না, বিভিন্ন সময়ে নিজেদের শরীরের রং পরিবর্তন করে। এদের শরীরে ক্রমেটোফোর্স নামে এক ধরনের পদার্থ থাকে যার ফলে তারা বিভিন্ন রং-এ পরিবর্তিত হতে পারে।

Animals | Baamboozle

গোল্ডেন টরটোয়েজ বিটল নামে এক ধরনের পতঙ্গ রয়েছে যারা কোন মানুষের কাছাকাছি চলে এলে নিজেদের রং বদলে ফেলে। এরা ভয় পেলে সেখানকার আশেপাশের রঙে নিজেদের পরিবর্তন করে আত্মগোপন করে থাকে।

Golden tortoise beetle | Aspidimorpha sanctaecrucis, Family:… | Flickr

যেসকল সামুদ্রিক প্রাণী নিজের শরীরের রং পরিবর্তনে সক্ষম, তাদের মধ্যে অন্যতম হলো মিমিক অক্টোপাস। এরা অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। এরাও পরিস্থিতি অনুযায়ী নিজেদের বিভিন্ন রঙে বদলে ফেলে। এদের সচরাচর প্রশান্ত মহাসাগরে দেখা যায়।

About this dive... Mimic Octopus or Wunderpus? | Two Fish Divers

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাওয়া ট্রি ফ্রগও গিরগিটির মত নিজেদের রং পরিবর্তন করতে পারে। এদের উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। এরা সহজেই এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে চলে এবং আসন্ন বিপদ বুঝতে পেরে নিজেদের শরীরের রং দ্রুত পরিবর্তন করে। এরা গাছের রঙে নিজেদের এমন ভাবে মিশিয়ে ফেলে এদের সহজে খুঁজে পাওয়া যায়না।

A tree frog's colour change within minutes stunned researchers in Arunachal  Pradesh

মঙ্কফিস নামে একটি সামুদ্রিক প্রাণী রয়েছে যারা সমুদ্রের তলে এমনভাবে চিপকে থাকে এদের খুঁজে পাওয়া মুশকিল। অন্যান্য মাছগুলি এদেরকে পতঙ্গ ভেবে এদের দিকে এগিয়ে গেলে তখনই তারা শিকার করে।

The silence of the deep? Not quite, say scientists - deep sea fish actually  grunt and quack | Daily Mail Online

গ্লাস স্কিড নামক এক ধরনের সামুদ্রিক পতঙ্গ রয়েছে যারা নিজেদের রং পরিবর্তন করতে পারদর্শী। এদের শরীর খুবই সচ্ছল প্রকৃতির হয়ে থাকে। যখনই কোন আলো এদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন সেই রঙে পরিবর্তন হয়ে যায়।