কেবল শীতের জন্য নয়, ভেসলিন উপকারে আসে এই ১০টি কাজে

শীতকালের রুক্ষতা দূর করার জন্য আমরা বিভিন্ন রকম ক্রিম ব্যবহার করে থাকি তাদের মধ্যে অন্যতম সেরা হলো ভেসলিন। এটি শুধু ত্বকের রুক্ষতা দূর করে না এটি গৃহস্থালির বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভেসলিন দিয়ে কি কি কাজ করা যায় 

Mormon Church Urges Utah Gov. Limit Sales of Vaseline, Kleenex To Stop  Masturbation – The Brine Shrimp

পারফিউম দীর্ঘস্হায়ী:- পারফিউম দেয়ার আগে সামান্য ভেসলিন গায়ে লাগিয়ে তার উপর পারফিউম লাগালে, ভেসলিনের ব্যবহার এ সুগন্ধ অনেকক্ষন দীর্ঘস্হায়ী হয়।

লিপস্টিকের দাগ উঠাতে:- কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে, একটা ছোট পরিস্কার  কাপড়ে ভেসলিন নিয়ে দাগের উপর ঘসলে দাগ গায়েব।

চোখের মেকাপ উঠাতে:- একটা কটন বাড বা সুতি কাপড়ে ভেসলিন লাগিয়ে চোখের উপরে আলতো কোরে মেকাপ মু্ছতে হবে।

চামড়ার জুতো পরিস্কার:- পাতলা কাপড়ে ভেসলিন লাগিয়ে  ভালো করে চামড়ার জুতো মুছে নিলেই, চকচকে পরিস্কার হয়ে যাবে।

Image result for Vaseline for shoe

লোশানের পরিমান বাড়াতে:- পছন্দের লোশান শেষ হয়ে আসছে চিন্তা নেই, লোশানের সাথে একটু ভেসলিন মিশিয়ে দিন। আরও কিছুদিন ব্যবহার করুন।

টেবিলে খাবারের দাগ:- টেবিলে খাবারের দাগ পড়েছে! দাগে একটু ভেসলিন লাগিয়ে কাপড় দিয়ে মুছে  নিন, দাগ চলে যাবে। এছাড়াও কাঠের দরজা বা জানালা বন্ধ করার সময় ক্যাঁচক্যাঁচ আওয়াজ উঠলে সেই ফাঁকে ভেসলিন লাগিয়ে দিলে এই বিকট আওয়াজ দূর হয়ে যায়।

চামড়ার হাতব্যাগ:- চামড়ার ব্যাগের গায়ে হালকা ভেসলিন লাগিয়ে রাখলে ব্যাগের ফেটে যাওয়া রোধ হয় অনেকাংশে। 

ত্বক রক্ষায়:- আমরা যখন চুলে হেয়ার ডাই লাগাই তখন চুলের আশেপাশের ত্বকেও লাগে, সেজন্য চুলের পাশের ত্বকে আগেই ভেসলিন লাগিয়ে নিলে আর এমন হবে না।

নেইল পলিশের বোতল শক্ত হলে:- নেইল পলিশের ক্যাপের নিচে ভেসলিন লাগিয়ে রাখলে, বোতলের মুখে নেইল পলিশ জমে শক্ত হওয়া প্রতিরোধ করে।

আংটি খুলতে সাহায্য করে:- হাতের আংটি আটকে গেছে? খুলতে পারছেন না? একটু ভেসলিন হাতের আঙ্গুলে মেখে নিন, সহজেই আংটি খুলে যাবে।