এই গ্রামে কেউ পোশাক পরে না, এখানে ঘুরতে গেলে মানতে হবে বিশেষ নিয়ম

Naked Village: পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যা আমাদের অবাক করে দেয়। সেখানকার আচার-আচরণ ও সংস্কৃতির সাথে তাল মেলাতে গেলে আমাদের লজ্জায় পড়তে হবে। আপনি কি শুনেছেন এমন একটি গ্রাম আছে, যেখানে সবাই নগ্ন হয়ে ঘুরে বেড়ায়। কেউই একেবারেই পোশাক পরে না।  

এই প্রতিবেদনে যে জায়গাটার কথা বলা হয়েছে তাহল ব্রিটেনের। এমন নয় যে, এই লোকেরা কোনো উপজাতি বা তাদের কাপড় কেনার টাকা নেই। বিপুল ধন-সম্পদ থাকার পরও নারী পুরুষ শিশুরাও এখানে বস্ত্রহীন অবস্থায় বাস করে। এটি হার্ডফোর্ডশায়ারে অবস্থিত, এর নাম স্পিলপ্লাজ (Spielplatz)।

Image

১২ একর জমিতে গড়ে ওঠা, বর্তমান এই গ্রামে মোট ৫৫ টি বাড়ি রয়েছে। তবে যারা নগ্নবাদকে সমর্থন করে না, তারা এখানে এক চিলতেও জমি কিনতে পারবেন না। গ্রামে বিদ্যুৎ সংযোগ রয়েছে, গৃহস্থালির প্রয়োজনীয় যাবতীয় আধুনিক সরঞ্জামও রয়েছে, এমনকি তাদের কাছে আধুনিক জামা কাপড়ও রয়েছে কিন্তু তারা সেই পোশাক পরে না।

স্পিলপ্লাজ নামের এই গ্রামটি অনেকবার খবরের শিরোনামে এসেছে, কারণ এখানকার মানুষ পোশাক ছাড়াই থাকে। গত ৮৫ বছর ধরে এমনই ঐতিহ্য চলে আসছে। এখানে বসবাসকারী মানুষ পৃথিবী থেকে বিচ্ছিন্ন নয়। তারা উচ্চ শিক্ষিত এবং ধনীও বটে। এ সত্ত্বেও এখানকার মানুষ জামা কাপড় কেনে না।

Image

যারা এখানে বেড়াতে আসেন তাদের জন্যও একই নিয়ম। এখানে থাকতে হলে কাপড় ছাড়াই থাকতে হবে। যদিও মানুষ শীতকালে কাপড় পড়তে পারে, তখন কেউ বাধা দেবে না। তবে গ্রামের বাইরে শহরে যাওয়ার সময় মানুষ পোশাক পরে, কিন্তু ফিরে আসার সঙ্গে সঙ্গে পোশাক ছাড়াই জীবনযাপন শুরু করে।

এখানকার মানুষ স্বাধীন বোধ করার জন্য এমনটা করে থাকে। এখানকার মানুষেরা খুবই বন্ধুত্বপূর্ণ এবং এরা একে অপরের সাথে এমন ভাবে মিশে গেছে যে এদের কোন অস্বস্তিবোধ হয় না। আগে কয়েকটি সামাজিক সংগঠন এর বিরোধিতা করলেও এখন আর কেউ কিছু বলে না।