কুইজ : নরেন্দ্র মোদি ভারতের কোন স্টেশনে চা বিক্রি করতেন?

কোন স্টেশনে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদি?

General Knowledge Quiz : আপনি যদি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন তাহলে আপনার পাঠ্য বিষয়ের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি ও জেনে রাখা উচিত। এগুলো যেমন আমাদের নলেজকে বৃদ্ধি করে, তেমন দেশ-বিদেশ সম্পর্কে অনেক কিছুই জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন গাছের কাঠ দিয়ে তৈরি ঢাক সবথেকে ভালো বাজে?
উত্তরঃ আম গাছের কাঠ দিয়ে তৈরি ঢাক সবথেকে ভালো বাজে।

২) প্রশ্নঃ কোন রঙ মানুষের মনকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে?
উত্তরঃ নীল রঙ।

৩) প্রশ্নঃ ফোনে ক্যামেরার সুবিধা প্রথম কোন কোম্পানি দিয়েছিল?
উত্তরঃ নোকিয়া কোম্পানি (মডেল : Nokia 7650)।

Image

৪) প্রশ্নঃ কোন দুটি গ্যাস মিলে তৈরি হয় জল?
উত্তরঃ হাইড্রোজেন ও অক্সিজেন (অনুপাত 2:1)

৫) প্রশ্নঃ কোন ভারতীয় ফিল্মস্টার চাঁদে জমি কিনেছিলেন?
উত্তরঃ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

৬) প্রশ্নঃ ভারতের প্রথম ইংরেজি স্কুল কোনটি?
উত্তরঃ সেন্ট জর্জ অ্যাংলো ইন্ডিয়ান হায়ার সেকেন্ডারি স্কুল ভারতের প্রথম স্কুল (১৭১৫ সাল, চেন্নাই)।

৭) প্রশ্নঃ ভারতের কোন নদীতে হীরা বয়ে চলে?
উত্তরঃ কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ।

৮) প্রশ্নঃ ১ কিলোমিটার রেলপথ তৈরি করতে কত টাকা লাগে?
উত্তরঃ এক কিলোমিটার হাই স্পিড রেলওয়ে ট্র্যাক নির্মাণে প্রায় ১৪০ কোটি টাকা খরচ হয়।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি নকল সূর্য তৈরি করেছে?
উত্তরঃ চীনা বিজ্ঞানীরা নকল সূর্য তৈরি করেছে।

১০) প্রশ্নঃ নরেন্দ্র মোদি ভারতের কোন স্টেশনে চা বিক্রি করতেন?
উত্তরঃ গুজরাটের ভাদনগর রেল স্টেশনে নরেন্দ্র মোদি চা বিক্রি করতেন। শুধু তাই নয় এটি প্রধানমন্ত্রীর জন্মস্থানও।