ইউরোপের মতোই একটি আস্ত শহর বানাতে চলেছেন মুকেশ আম্বানি, যার সুযোগ-সুবিধা হবে অত্যাধুনিক!

রিলায়েন্স ইন্ডাস্ট্রি তৈরি করতে চলেছে একটি স্মার্ট সিটি

মুকেশ আম্বানি (Mukesh Ambani) হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও নিজের ব্যবসা একটি স্থানে থামিয়ে রাখতে চান না। প্রতিনিয়তই তিনি কোন না কোন খাতে বিনিয়োগ করে চলেছেন। আর এবার নাকি তিনি আস্ত একটি শহর (Smart City) তৈরি করাচ্ছেন, যে শহরের সুযোগ সুবিধা রীতিমত চমকপ্রদ।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড যে শহর তৈরি করাচ্ছে সেটি হল সাবসিডিয়ারি মডেল ইকনমিক টাউনশিপ লিমিটেড বা মেট সিটি। ইউরোপীয় শহরগুলিতে যেমন সুযোগ সুবিধা মেলে তার থেকেও উন্নত মানের পরিষেবা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে ৮০০০ একর জমিতে তৈরি হওয়া এই শহরে।

শহরটি তৈরি হচ্ছে হরিয়ানার ঝাজ্জারের, যার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ২২০ কেভি-এর পাওয়ার সাবস্টেশন, জলের সংযোগ ও জলের ট্রিটমেন্ট প্লান্ট। এছাড়া, ইকনমিক টাউনশিপ লিমিটেড বা মেট সিটি-এর আধুনিক রাস্তা তৈরির কাজও শেষ হয়েছে।

Image

এই শহর তৈরী করার জন্য জাপানের চারটি বড়ো বড়ো সংস্থা কাজ করছে বলে জানা গেছে। কোহডেন, প্যানেসনিক, ডেনসো ও টি-সুজুকি এই চারটি সংস্থা মুকেশ আম্বানির আন্তর্জাতিক মানের শহর তৈরি করার কাজকে রীতিমত এগিয়ে নিয়ে যাচ্ছে।

নিহোন কোহডেন-এর ফ্যসিলিটির কাজ চলছে এবং এটি ভারতের বৃহত্তম উৎপাদন কেন্দ্রেও হতে চলেছে। মেট সিটির সিইও এসভি গয়াল জানিয়েছেন, ৪০০-র বেশি গ্রাহক রয়েছে তাদের হাতে। এই শহর হতে চলেছে উত্তর ভারতের সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া গ্রিনফিল্ড স্মার্ট সিটি।

Image

এই শহরের কাছেই রয়েছে দিল্লি, গুরুগ্রাম ও নয়ডার মতো গুরুত্বপূর্ণ শহর। এই আধুনিক শহরটি কুন্ডলি মানেশ্বর পালওয়াল (কেএমপি) এক্সপ্রেসওয়ের উপর অবস্থিত। কাছেই রয়েছে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর। খুব তাড়াতাড়ি জুড়ে যেতে চলেছে রেল পরিষেবা। এছাড়াও এই শহরের কাছে রয়েছে এসজিটি ইউনিভার্সিটি, শেহওয়াগ স্কুল ও এইমস।