প্রতি মাসে ব্যাঙ্কে ঢুকবে ৩০০০ টাকা! কৃষকদের জন্য বাম্পার অফার নিয়ে এলেন মোদি সরকার

কৃষকদের জন্য দুর্দান্ত প্রকল্প মোদি সরকারের, প্রতিমাসে ব্যাঙ্কে ঢুকবে ৩০০০ টাকা!

দেশের প্রগতিশীলের পাশাপাশি কৃষকদের সাহায্যের সবসময় হাত বাড়িয়ে দেন কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রকল্প লঞ্চ করা হয়। প্রধানমন্ত্রীর কৃষি সম্মাননিধি যোজনা এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম সেরা। এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতিবছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য করে কৃষকদের।

প্রধানমন্ত্রী কৃষি সম্মাননিধি যোজনা (PM Kisan Mandhan Yojana) শুরু হওয়ার পর এখনো পর্যন্ত কৃষকরা সরকারের তরফে ১৩ কিস্তিতে টাকা পেয়েছেন। খবর সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই ১৪ কিস্তি দেওয়া হবে জমিতে খেটে খাওয়া মানুষদের অর্থাৎ কৃষকদের। তবে এর মধ্যেই আরো একটি সুখবর শোনা যাচ্ছে।

Image

আসলে, কৃষকরা এবার প্রতিমাসে পেতে চলেছেন ৩০০০ টাকা করে। ফলে উপকৃত হবেন ভারতের কোটি কোটি কৃষকরা। প্রধানমন্ত্রী কৃষাণ মানধন যোজনার আওতায় সরকার আর্থিক সাহায্য করবে কৃষকদের। সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এই যোজনার টাকা।

কীভাবে পাবেন এই সুযোগ? যে সকল কৃষক এই যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করতে চান তাদের একটি বিশেষ ফর্ম ফিলাপ করতে হবে। কিন্তু এই প্রকল্পের জন্য প্রিমিয়াম কেটে নেওয়া হবে কৃষকদের প্রধানমন্ত্রী কৃষাণ সম্মাননিধি যোজনার টাকা থেকে।

সরকারি সূত্রে জানা গেছে, মূলত পেনশন হিসেবে এই যোজনার টাকা দেওয়া হবে কৃষকদের। এই প্রকল্পে যে সকল কৃষকদের নাম আছে তাদের প্রতি মাসে ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। কৃষকের বয়স ৬০ পেরোলেই প্রতি মাসে তারা ৩০০০ টাকা করে পেনশন পাবেন।

১৮ থেকে ৪০ এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে প্রিমিয়াম দিতে হবে বয়স অনুযায়ী। প্রধানমন্ত্রীর কৃষন সম্মাননিধি যোজনায় যে সকল কৃষকদের নাম নেই, তারাও কিন্তু এই যোজনাতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এই প্রকল্পের দরুন দেশের বহু কৃষক উপকৃত হবেন বলেই মনে করছেন অনেকেই।