বিশ্বকাপের জার্সি নিয়ে খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইনাল ম্যাচের আগেই ক্ষোভ উগড়ে দিলেন

যে কারণে ভারতের জার্সি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি নন

আগামী ১৯ নভেম্বর ভারত ও অস্ট্রেলিয়া ২০২৩ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। ২০ বছর পর এই দুই প্রতিপক্ষকে ফাইনাল মঞ্চে দেখা যাবে। ইতিমধ্যে ভারতীয় দলের পারফরম্যান্সে কোটি কোটি মানুষ খুশি হলেও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভারতের জার্সি নিয়ে মোটেই সন্তুষ্ট নন। আর এই বিষয়ে বিরোধী দলনেতারা ক্রিকেটের মধ্যে রাজনীতিকে টেনে আনা নিয়ে কটুক্তি করেছেন।

Image

আসলে ভারতীয় দলের জার্সির নীল রঙের হলেও এখন অনুশীলনের জার্সি জাফরান রঙের। এ কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় দলের জার্সি নিয়ে একেবারেই সন্তুষ্ট নন এবং এর বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন। এদিন জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, বিজেপি শুধু ক্রিকেট দলের জার্সিতেই নয়, মেট্রোর স্টেশনের রঙেও জাফরান রঙ যোগ করেছে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন যে, তারা (বিজেপি সরকার) সারা দেশকে জাফরান রঙে রাঙানোর চেষ্টা করছে। আমরা ভারতীয় খেলোয়াড়দের নিয়ে গর্বিত এবং তারা বিশ্বকাপে জয়ী হবে কিন্তু বিজেপি সেখানেও জাফরান রঙ এনেছে এবং আমাদের ছেলেরা এখন জাফরান রঙের জার্সি পড়ে অনুশীলন করে। মেট্রো স্টেশনগুলোও জাফরান করা হয়েছে। এটা অগ্রহণযোগ্য।

Image

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন যে, দেশের জনগণ, শুধুমাত্র একটি দলের লোকজন নয়। এই বক্তব্যের করা মন্তব্য দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেছেন, ‘কয়েকদিন পর হয়তো তিনি বলতে পারেন কেন আমাদের জাতীয় পতাকায় জাফরান রঙ আছে। এমন মন্তব্যের কোন প্রতিক্রিয়া জানানোর আমরা উপযুক্ত বলে মনে করি না।’

Image

ভারতীয় দল টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে, যা আগামী ১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হবে। ভারতের শক্তিশালী ব্যাটিং ও বোলিং আক্রমণে ১২ বছর পর ফাইনালে উঠেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম দুই ম্যাচ হারের পর টানা ৮ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে।