GK প্রশ্ন : ভগবান রাম তার ১৪ বছর বনবাসে শুধুমাত্র একটি ফলই খেয়েছিলেন, জানেন কোন ফল?

বনবাসকালে রাম কোন ফলটি খেয়েছিলেন জানেন?

General Knowledge Quiz : রামায়নে বর্ণিত এমন অনেক ঘটনা আছে যেগুলি খুব কম মানুষই জানেন। আপনি নিশ্চয়ই জানেন যে, রাম ১৪ বছর বনবাসে কাটিয়েছিলেন। এই সময় তিনি শুধুমাত্র একটি ফলই খেয়েছিলেন, জানেন কি সেই ফল? এর উত্তর না জানলে এই প্রতিবেদনে এমনই কিছু আকর্ষণীয় তথ্য জেনে নিন।

১) প্রশ্নঃ কাগজ তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
উত্তরঃ কাগজ তৈরিতে সাধারণত বাঁশ ব্যবহার করা হয়। এছাড়া পাইন, ইউক্যালিপটাস ইত্যাদি গাছের কাঠও ব্যবহার করা হয়।

২) প্রশ্নঃ কোন পাখির নয়টি রঙিন পালক রয়েছে?
উত্তরঃ পিটা বার্ড নামক পাখির নয়টি রঙিন পালক রয়েছে।

Image

৩) প্রশ্নঃ মানব দেহের কোন অংশ বিদ্যুৎ উৎপাদন করতে পারে?
উত্তরঃ মানবদেহের মস্তিষ্ক ১২ থেকে ১৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

৪) প্রশ্নঃ সাপের বিষ কত প্রকারের হয়?
উত্তরঃ সাপের বিষ সাধারণত দুই প্রকার, নিউরোটক্সিক ও হেমোটক্সিক।

৫) প্রশ্নঃ ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি গ্রাম রয়েছে?
উত্তরঃ উত্তর প্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি গ্রাম রয়েছে।

৬) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ থেকে সবচেয়ে দামি পনির তৈরি হয়?
উত্তরঃ বিশ্বের সবচেয়ে দামি পনির তৈরি হয় গাধার দুধ থেকে। এটি প্রতি কেজিতে প্রায় ৭০ হাজার টাকায় বিক্রি হয়।

৭) প্রশ্নঃ ভারতের কোন দুটি রাজ্য সবচেয়ে বেশি আইএএস অফিসার প্রদান করেছে?
উত্তরঃ বিহার ও উত্তর প্রদেশ ভারতকে সবচেয়ে বেশি আইএএস অফিসার প্রদান করেছে।

৮) প্রশ্নঃ ‘ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম’ নামে পরিচিত কে?
উত্তরঃ বিক্রম সারাভাই ‘ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম’ নামে পরিচিত।

৯) প্রশ্নঃ জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল।

Image

১০) প্রশ্নঃ ভগবান রাম তার ১৪ বছর বনবাসে শুধুমাত্র একটি ফলই খেয়েছিলেন, জানেন কোন ফল?
উত্তরঃ রজনীগন্ধা নামের একটি বন্য ফল, যা চাষ করা যায় না। এটি মাঠে ও বনে আপনা আপনি বেড়ে ওঠে। এটি রাম ফল নামেও পরিচিত। এর স্বাদ মিষ্টি ও শীতল। এছাড়া পেটের জন্য ভীষণ উপকারী।