শিখর ধাওয়ানকে উপেক্ষা করলেন কোহলি; যার নামে রয়েছে ২০টি আন্তর্জাতিক রেকর্ড

ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে নিয়ে অনেক আলোচনা চলছে, কারণ অধিনায়ক বিরাট কোহলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার সাথে কেএল রাহুল ওপেন করবেন। যদিও এতদিন হিটম্যানের সাথে শিখর ধাওয়ান ওপেনিং করতেন। তবে এখন তাকে তৃতীয় ওপেনার হিসাবে রাখা হবে।

আজকের প্রতিবেদনে রয়েছে, শিখর ধাওয়ানের এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে যে ২০টি রেকর্ড রয়েছে; এবার সেইগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক:-   

১) শিখর ধাওয়ান অভিষেক টেস্টে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। (১৭৪ বলে ১৮৭ রান) 

SL vs Ind 1st Test: Disappointed to not score 200, but thankful to God for 190: Shikhar Dhawan

২) ২০১৫ আইসিসি বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। যিনি ৮ ম্যাচে দুটি সেঞ্চুরির সাহায্যে ৪১২ রান করেছিলেন।

৩) ২০১৩ ও ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান।

৪) চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা ২ বার গোল্ডেন ব্যাট জয়ী ক্রিকেটার।

Shikhar Dhawan with his player of the tournament and golden bat awards | Photo | ICC Champions Trophy | ESPNcricinfo.com

৫) ১০০ তম ওয়ানডে ম্যাচে দ্রুত ৪,৩০৯ রান করেছিলেন – যা ভারতীয় হিসাবে প্রথম এবং বিশ্বে দ্বিতীয়।

৬) এমনকি নিজের ১০০ম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটসম্যান।  

Shikhar Dhawan Posts a video on Instagram thanking his fans - The Indian Wire

৭) টি-টোয়েন্টিতে রোহিতের সাথে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ রয়েছে। (১৬০ রান)

৮) ২০১৩ সালে ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বাধিক সেঞ্চুরি করেছেন।

৯) আইসিসি টুর্নামেন্টে দ্রুততম ১০০০ রানের গণ্ডি পার করেন।  

১০) টি-টোয়েন্টিতে একটি ক্যালেন্ডার বর্ষে (২০১৮ সাল) সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটম্যান।

১১) ২০১০ সালের পর থেকে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ব্যাটসম্যান।

Shikhar Dhawan denies India are over-reliant on top order

১২) ভারতীয় ওপেনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৪,০০০ ও ৫,০০০ রান সংগ্রহ করেন।

১৩) একটি টেস্ট ম্যাচের প্রথম দিনের লাঞ্চের আগে সেঞ্চুরি হাঁকানো একমাত্র ভারতীয় ব্যাটসম্যান।

১৪) ২০১৮ সালের এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। 

১৫) চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট পর্বে ৫০+ এর ওপরে সর্বাধিক স্কোর করেছেন।

১৬) টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান।

Shikhar Dhawan To Lead As Delhi Name Squad For Syed Mushtaq Ali T20 Trophy  2020-21

১৭) ২০১৩ সালে টেস্টে ব্যাটসম্যান হিসাবে সর্বোচ্চ স্ট্রাইক রেট রয়েছে।

১৮) ২০১৮ সালে সর্বাধিক অর্ধশত রান ও বাউন্ডারি হাঁকানো ব্যাটসম্যান।

১৯) ২০১৫ সালে টেস্টে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রান করেছেন ও সেরা ব্যাটিং গড় রয়েছে।

২০) চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান (৩৩৮) সংগ্রহকারী ব্যাটসম্যান ও সর্বাধিক সেঞ্চুরি করেছেন।