জানেন ২০২৩ সালের সবচেয়ে ধনী দেশ কোনটি? প্রথম পাঁচেও নেই আমেরিকা বা ব্রিটেন!

২০২৩ সালের শীর্ষ ধনী দেশের তালিকা

Richest countries in the world: বিশ্বের সবচেয়ে ধনী দেশের কথা বললে সবার প্রথমে আমাদের আমেরিকা বা বৃটেনের মতো দেশগুলোর কথা মনে আসে। কিন্তু একটি দেশকে ধনী তখনই বলা হয়, যখন সে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি প্রতিটি মানুষের সর্বোচ্চ গড় আয় নির্ধারণ করা হয়। এবার দেখে নেওয়া যাক — ২০২৩ সালের শীর্ষ ধনী দেশের তালিকায় কোন কোন দেশ রয়েছে।

আয়ারল্যান্ড (Ireland): ২০২৩ সালের ধনী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। এই ছোট দেশটি ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে উঠেছে। স্বল্প জনসংখ্যা ও অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি এ অর্জন করেছে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ও বিখ্যাত প্রতিষ্ঠান এ দেশে বিনিয়োগ করেছে।

লুক্সেমবার্গ (Luxembourg): ২০২৩ সালের ধনী দেশের এই গুরুত্বপূর্ণ তালিকার পরবর্তী দেশটি হল লুক্সেমবার্গ। খুব সামান্য ব্যবধানে আয়ারল্যান্ডের পিছনে রয়েছে এই দেশটি। মাথাপিছু আয়ের দিক থেকে এটি আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে। এদেশে বার্ষিক গড় মাথাপিছু আয় ৭৩ লাখ টাকার বেশি। মানে এখানে একজন মানুষ দৈনিক ২০,০০০ টাকা আয় করেন।

সিঙ্গাপুর (Singapore): ২০২৩ সালের ধনী দেশের তালিকায় পরবর্তী নামটি আসে সিঙ্গাপুরের। এই দেশটির জনসংখ্যা প্রায় ৫৯ লাখ ৮১ হাজার। দেশটি বহু বছর ধরে বিনিয়োগ ও বাণিজ্যের জন্য কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে মাথাপিছু গড় বার্ষিক আয় ৫৩ লাখ টাকা। অর্থাৎ এখানে প্রতিদিন একজন মানুষ ১৪ হাজার টাকার বেশি আয় করেন।

কাতার (Qatar): ২০২৩ সালের ধনী দেশের তালিকায় উপসাগরীয় দেশ কাতারের নামও রয়েছে। মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে, জাতিসংঘ কাতারকে একটি উচ্চ উন্নত অর্থনীতি দেশ বলে অভিহিত করেছে। এদেশে বার্ষিক মাথাপিছু আয় ৫১ লাখ টাকার বেশি। বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ এ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ।

নরওয়ে (Norway): ২০২৩ সালের ধনী দেশের তালিকায় নরওয়েও রয়েছে। ইউরোপের এই দেশের জনসংখ্যা খুবই কম এবং জিডিপি প্রায় ৮২,০০০ ডলারেরও বেশি। একই সময়ে, এদেশে গড় বার্ষিক আয় ৬৯ লাখ টাকা। নরওয়ে বহু বছর ধরে বিশ্বের ধনীতম দেশের তালিকায় রয়েছে।