Sun Color: জানেন সূর্যের আসল রঙ কী? এর উত্তর ৯৯% মানুষের অজানা

Sun Color: সূর্যের রঙ ছোটবেলা থেকে লাল, কমলা অথবা হলুদ বলেই জেনেছি। কিন্তু বিজ্ঞানীরা এমনই এক রঙের কথা জানিয়েছেন যা কল্পনাও করা কঠিন। বিজ্ঞানীদের মতে, লাল, কমলা বা সোনালী এর মধ্যে কোনোটি সূর্যের প্রকৃত রঙ নয়। এবার নিশ্চয়ই শুনে আপনি অবাক হলেন তো?

সূর্য যে হলুদ রঙের তা আমরা সবাই জানি, কিন্তু যদি বলা হয় সূর্য হলুদ নয়, তাহলে হয়তো অনেকেরই একথা বিশ্বাস করা কঠিন হবে। সকালে বা দুপুরে সূর্যকে আমরা হলুদ রঙের দেখতে পাই আবার সন্ধ্যার দিকে লাল রঙের দেখি। তাই সূর্যের আসল রঙ কোনটি তা নিয়ে অনেকের মনেই ধোঁয়াশা রয়েছে।

Image

তাহলে সূর্যের প্রকৃত রঙ কি? এর উত্তর দিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী স্কট কেলি। তিনি জানিয়েছেন, মহাকাশ থেকে সূর্যের যে রূপ দেখা যায় সেখানে কোন রঙ থাকে না। সূর্যের রঙ সাদা। এখন প্রশ্ন হলো তাহলে দিনের বিভিন্ন সময়ে সূর্যের রঙ ভিন্ন ভিন্ন হয় কেন? 

Image

সূর্যের রঙ ভিন্ন হওয়ার কারনে রয়েছে আমাদের বায়ুমণ্ডল। সূর্য যেহেতু সাদা, তাই এর মধ্যে সাতটি রং রয়েছে (বেগুনি, নিল, আসমানী, সবুজ, হলুদ, কমলা, লাল)। তবে এই রশ্মিগুলো যখন পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে তখন আমরা সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য রঙকে দেখি অর্থাৎ হলুদ, লাল বা কমলা। তাই সূর্যকে ভিন্ন ভিন্ন রঙের মনে হয়।  

Image

  • □⁠ সূর্য সম্পর্কে কয়েকটি অজানা তথ্য:
    সূর্যের বয়স ৪.৫ বিলিয়ন বছরের বেশি। সূর্য প্রথমে ধূলিকণা ও গ্যাসের মেঘ হিসেবে শুরু হয়েছিল। পরবর্তীকালে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে এই নক্ষত্রটি তৈরি হয়।
  • আপনি কি জানেন, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা ৫,৫৫০ ডিগ্রি সেলসিয়াস!
  • সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। 
  • প্রাচীন সভ্যতায় অনেকেই সূর্যকে ঈশ্বর বলে মনে করত। সূর্য না থাকলে প্রাণের অস্তিত্ব থাকবে না, প্রাণীদের বেঁচে থাকার জন্য এই গ্রহটি খুবই ঠান্ডা হবে এবং উদ্ভিদেরাও খাদ্য তৈরি করতে পারবে না। এজন্য আজও অনেকে সূর্যকে দেবতা হিসেবে মানেন।