২০২২ এশিয়া কাপে খেলা সকল অধিনায়কের বেতন জানুন; রোহিতের আশেপাশে কেউ নেই

বিশ্ব ক্রিকেটে এশিয়া কাপের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এশিয়ান দলের মধ্যে খেলা টুর্নামেন্টের ১৫তম আসর। এখনও পর্যন্ত ভারত এশিয়া কাপে সর্বোচ্চ ৭ বার বিজয়ী হয়েছে। এই টুর্নামেন্টে ভারত সহ আরো ৫টি দল অংশ নিয়েছে। যেখানে ২৮ শে আগস্ট ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে মহারণ দেখা যাবে। যাইহোক এবার দেখে নেওয়া যাক এশিয়া কাপে সমস্ত দলের অধিনায়কদের বেতন কত:

৫) বাবর আজম: (পাকিস্তান)

পাকিস্তানি ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন। অন্যান্য অধিনায়কদের তুলনায় বাবর আজমের বেতন অনেকটাই কম। তিনি প্রতি মাসে ৩.৭৫ লাখ টাকা উপার্জন করেন।

৪) সাকিব আল হাসান: (বাংলাদেশ)

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে এবার এশিয়া কাপ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের তালিকায় উঠে আসে সাকিবের নাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে প্রতিবছর ৪৫ লাখ ৫০ হাজার টাকা বেতন দেয়া হয়।

৩) দাসুন শানাকা: (শ্রীলঙ্কা)

এশিয়া কাপের আয়োজক হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যদিও সেখানকার রাজনৈতিক অস্থিরতার কারণে আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে। গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের গ্রাফ ক্রমাগত পতন ঘটেছে। তবে এই দলের অধিনায়ক দাসুন শানাকা অনেকটাই মুগ্ধ করেছেন। এই খেলোয়াড়কে প্রতিবছর ৮০ লক্ষ টাকা বেতন দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

২) মোহাম্মদ নবী: (আফগানিস্তান)

এশিয়া কাপে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ নবীর হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছে আফগানিস্তান। মোহাম্মদ নবী তার অলরাউন্ড পারফর্ম দিয়ে গত কয়েক বছরে অসাধারণ কাজ করে চলেছেন। তার বেতনের কথা বলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রতি বছর ১ কোটি টাকা দিয়ে থাকে।

১) রোহিত শর্মা: (ভারত)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বর্তমানে সেরা ব্যাটসম্যান। তিনি একজন দুর্দান্ত ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও প্রশংসিত হয়েছেন। তার অসাধারণ অবদানের জন্য বিসিসিআই তাকে A+ গ্রেডে রেখেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মাকে প্রতিবছর ৭ কোটি টাকা বেতন দিয়ে থাকে। এছাড়াও প্রতি টেস্টে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ এবং টি-টোয়েন্টিতে ৩ লাখ টাকা পেয়ে থাকেন।